ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেন-ইইউ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ হবে

প্রকাশিত: ০৪:০০, ৩ নভেম্বর ২০১৮

 ব্রিটেন-ইইউ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ হবে

ব্রেক্সিট কার্যকর হলে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হবে। তা হবে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে এক নতুন সীমান্ত নীতি এবং তাতে জিব্রাল্টার ও এল ক্যাম্পোর জনগণের সহজ যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এএফপি। মিজুয়েল পেরিইবা (৫৩) পার্শ্ববর্তী শহর লা লিনিয়া থেকে জিব্রাল্টারে যাতায়াত করেন প্রতিদিন। তিনি তিন দশকের বেশি সময় ধরে এখানে এক তামাক গুদামে কাজ করছেন। পেরিইবা বলেন, আমি উদ্বেগে আছি যে, তারা আমার কাছে কোন ধরনের একটা ওয়ার্ক ভিসা চাইবে। ব্রেক্সিটের পর কি হবে। কেউ বুঝতে পারছে না। দু’সন্তানের বিবাহিত বাবা এক ইলেট্রিশিয়ান বলেন, জিব্রাল্টারে কাজ করা সম্ভব না হলে তিনি লা লিনিয়াতে এ ধরনের প্রতিষ্ঠানে কাজ খুঁজবে না। কিন্তু তা হবে এক চ্যালেঞ্জস্বরূপ। লা লিনিয়া শহরে বেকার হার ৩১ শতাংশের ওপরে। এ শহরকে বলা হয় ‘স্পেনের মাদক রাজধানী’। কারণ এখানে বেকার যুবকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা হাইস্পিড জলযানে করে পার্শ্ববর্তী মরক্কো থেকে হামিশ নিয়ে আসে। তথাকথিত সীমান্তবর্তী অঞ্চলের প্রায় ১৪ হাজার শ্রমিক কাজ করে পেরিয়ায় তার সীমান্ত অতিক্রম করে প্রতিদিন জিব্রাল্টার আসে কাজ করতে। এরা কাজ করেন প্রধানত দোকান, হোটেল, পরিবর্তশীল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও অনলাইন গেমিং সেক্টরে। এ শ্রমিকদের অধিকাংশ হচ্ছেন স্পেনীয়। এদের মধ্যে প্রায় ২ হাজার ৫শ’ ব্রিটিশসহ ৫৯ দেশের নাগরিক রয়েছেন। এ তথাকথিত ‘ফ্রন্টিয়ার শ্রমিকদের’ অন্তত অর্ধেক সংখ্যক হচ্ছেন জিব্রাল্টারের বাসিন্দা। লন্ডনের ছোট্ট বরো কেনসিংটন ও চেলমিয়ার অর্ধেক আয়তনবিশিষ্ট জিব্রাল্টারে প্রায় ৩২ হাজার লোকের বাস। জিব্রাল্টারে খাদ্য সামগ্রীর পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠান এ্যালিমেনতানার পরিচালক ক্রিস্টোফার ওয়াল বলেন, জিব্রাল্টারে সকল ধরনের কর্ম প্রতিষ্ঠান চালানো অসম্ভব হয়ে উঠবে যদি ফ্রন্টিয়ার শ্রমিকরা এখানে কাজ করার জন্য আসতে না পারেন। তিনি বলেন, তার কোম্পানিতে কর্মরত ১৮ কর্মচারীর মধ্যে অর্ধেক সংখ্যক হচ্ছেন ফ্রন্টিয়ার শ্রমিক। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানটিই সক্রিয় রাখা প্রায় অসম্ভব হয়ে ওঠবে। মাদ্রিদ ও লন্ডন জিব্রাল্টার বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। কিন্তু এর চূড়ান্ত অনুমোদন নির্ভর করছে ব্রাসেলস আলোচনার ওপর যে আলোচনা বর্তমানে স্থবির হয়ে রয়েছে। স্পেনের বর্তমান সমাজবাদী সরকার সীমান্ত অতিক্রমকারী শ্রমিকদের অধিকার সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ। অন্যদিকে পূর্বের স্পেনীয় প্রশাসন জিব্রাল্টারের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে কখনও কখনও। জিব্রাল্টার ১৭১৩ সাল থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মাদ্রিদ দ্বীপটি দীর্ঘদিন ধরে ফিরে পেতে চাইছে। লা লিনিয়ায় দোকানপাট ও বিভিন্ন ব্যবসার ওপর ব্রেক্সিটের বিরূপ প্রভাব পড়া শুরু হয়ে গেছে এর মধ্যেই। ব্রিটেন ২০১৬ যে ইইউ ত্যাগের জন্য ভোট দেয়ার পর থেকে পাউন্ডের মূল্যমান পড়ে যাওয়ায় দোকানগুলোতে কেনা-বেচা কমে গেছে। খালিনিয়ায় মোটর বডির দোকান করেন এলাডিও পেরেজ ডাইয়াজ (৫৯)। তিনি বলেন, তার তিন সৎ মেয়ে সম্প্রতি জিব্রাল্টারে সার্ভিস সেক্টরে তাদের চাকরি ছেড়ে দিয়েছে এবং লন্ডন চলে যাওয়ার পরিকল্পনা করছে। কারণ জিব্রাল্টারে তাদের বেতন প্রায় ১ হাজার ৪শ’ ইউরো থেকে প্রায় ৯ শ’ ইউরোতে নেমে এসেছে। তিনি বলেন, তার দোকানটিও বন্ধ করে ফেলতে হবে বলে মনে হচ্ছে।
×