ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেয়ার নিয়ম শিথিল

প্রকাশিত: ০৩:৫৯, ৩ নভেম্বর ২০১৮

 দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীতে  বাধ্যতামূলক যোগ দেয়ার নিয়ম শিথিল

দক্ষিণ কোরিয়ার সুপ্রীম কোর্ট বৃহস্পতিবার এক রুল জারির মাধ্যমে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের নিয়মটি শিথিল করেছে। বলা হয়েছ, নৈতিক এবং ধর্মীয় কারণে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান না করার বিষয়টি যৌক্তিক। বাধ্যতামূলক সেনা কর্মকান্ডে অংশগ্রহণের বিরুদ্ধে দেশটিতে অনেকদিন ধরেই সাধারণ জনগণের আপত্তি ছিল। এএফপি। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পর ৬৫ বছর ধরে শারীরিকভাবে সুস্থ ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে প্রত্যেক দক্ষিণ কোরীয় পুরুষকে সেনাবাহিনীতে কমপক্ষে দু’বছর কাজ করতে হয়। কেউ এই কাজ করতে রাজি না হলে তাকে ১৮ মাসের কারাদন্ড দেয়া হয়। এ কারণে এ পর্যন্ত ১৯ হাজারেরও বেশি মানুষের কারাদ- হয়েছে। যারা অস্বীকৃতি জানিয়েছে তাদের বেশির ভাগই জিহোভা উইটনেস ধর্ম মতাবলম্বী। বৃহস্পতিবার এক আদেশে সুপ্রীম কোর্ট সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ না করলে শাস্তির বিধানটি রহিত করে দিয়েছে। এছাড়া আদেশে কোর্ট কর্তৃপক্ষকে সেনাবাহিনীতে যোগদানের জন্য বিকল্প পথ বের করার নির্দেশও দিয়েছে। চীফ সুপ্রীম কোর্ট জাস্টিস কিম মিং-সু বলেন, ধর্মীয় আপত্তি যৌক্তিক। এটাই সুপ্রীম কোর্টের সংখ্যাগরিষ্ঠের মতো। ২০১৩ সালে জিহোভা উইটনেস সমর্থক ওহ সেং-হুনকে ডাকা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।
×