ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম দফায় ২২৬০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি মিয়ানমারের

প্রকাশিত: ০৭:৩৮, ২ নভেম্বর ২০১৮

প্রথম দফায় ২২৬০  রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি মিয়ানমারের

চট্টগ্রাম অফিস/স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আগামী ১৫ নবেম্বর প্রথম দফায় আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ৪৮৫ পরিবারের ২ হাজার ২৬০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার পক্ষ। গত মঙ্গলবার মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে যৌথ ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠক করেন। এরপর মিয়ানমার প্রতিনিধি দল বুধবার সরেজমিনে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
×