ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ

প্রকাশিত: ০৭:৩৭, ২ নভেম্বর ২০১৮

আজ যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ

স্টাফ রিপোর্টার ॥ বিকল্প ধারার সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংলাপ আজ। সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে সংলাপের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিকল্প ধারাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐক্যফ্রন্টের পর দ্বিতীয় দিনের সংলাপে যোগ দিচ্ছে বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। গণভবনে সংলাপ শেষে নৈশভোজে লাল আটার রুটি খেতে চান বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া নৈশভোজের মেন্যুতে সাদা ভাত, ফুলকপি, শিম, আলুভাজি, যে কোন মাছের ঝোল, মসুর ডাল রেখেছেন বি চৌধুরী। তার পক্ষ থেকে পছন্দ করা তালিকা এরই মধ্যে গণভবনে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে সংলাপ করবেন বদরুদ্দোজা চৌধুরী ও তার ১৪ প্রতিনিধি দল। সংলাপ শেষে নৈশভোজে বি. চৌধুরীকে তার পছন্দের মেন্যু দিয়ে আপ্যায়ন করানো হবে। যদিও ঐক্যফ্রন্টের নেতাদের ১৭ পদ দিয়ে আপ্যায়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×