ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটের কাউন্ট ডাউন ॥ ৪ নবেম্বর কমিশনের বৈঠকে তফসিলের সিদ্ধান্ত ॥ সিইসি

প্রকাশিত: ০৭:৩৬, ২ নভেম্বর ২০১৮

ভোটের কাউন্ট ডাউন ॥ ৪ নবেম্বর কমিশনের বৈঠকে তফসিলের সিদ্ধান্ত ॥ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত। নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। আগামী ৪ নবেম্বর কমিশনের বৈঠকে আগামী নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে তিনি বলেন, নির্বাচন কবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গেও কোন আলোচনা হয়নি। জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকরা, নির্বাচন, তফসিল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন করেন। সংলাপ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, রাজনৈতিক সঙ্কট নিরসনে যে সংলাপ শুরু হয়েছে তার প্রতি তিনি শ্রদ্ধাশীল। তবে সংবিধানে যেভাবে বলা হয়েছে সেভাবে নির্বাচন হবে। তবে এই সংলাপ নির্বাচনে কোন প্রভাব ফেলবে না। বেলা পৌনে চারটায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে যায়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য চার কমিশনার মাহবুব তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, শাহাদত হোসেন চৌধুরী, কবিতা খানম এবং নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তারা প্রায় ৫০ মিনিট ধরে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্ততির বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সন্ধ্যায় বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতির এই সাক্ষাত কোন জরুরী সাক্ষাত ছিল না। এটি একটি অনানুষ্ঠানিক সাক্ষাত। এই সাক্ষাত অনুষ্ঠানে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে সে বিষয়ে ৪ নবেম্বর কমিশনের বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। জাতির উদ্দেশে ভাষণে তিনি তফসিল ঘোষণা করবেন। তফসিলেই থাকবে কবে নির্বাচন হবে। তার আগে নির্বাচন প্রসঙ্গে তিনি কোন কথা বলতে রাজি হননি। সংলাপের কারণে তফসিল পেছানোর কোন সম্ভাবনা আছে কি না সে সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এ নিয়ে কোন আলোচনা হয়নি। কি করা হবে তা ৪ নবেম্বর কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে। তিনি বিভিন্ন দলের সঙ্গে সরকার ও আওয়ামী লীগের সংলাপকে স্বাগত জানান। বলেন, আশা করি আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে। এ বিষয়ে তার আস্থা রয়েছে। তফসিল দেয়ার জন্য কমিশন সংলাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এগুলো নিয়ে সিদ্ধান্ত নেইনি। সংলাপ চলবে, সেটার প্রতি আমরা শ্রদ্ধাশীল। সংলাপের কারণে ভোট নিয়ে ইসির পরিকল্পনায় কোন পরিবর্তন আসবে কি না জানতে চাইলে নুরুল হুদা বলেন, সংবিধানে নির্বাচন করার কথা যেভাবে বলা আছে, সেভাবে হবে।
×