ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদ্বোধন হবে ১৯৬ প্রকল্প

প্রধানমন্ত্রী আজ ময়মনসিংহ যাচ্ছেন

প্রকাশিত: ০৭:৩৩, ২ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী আজ ময়মনসিংহ যাচ্ছেন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ আসছেন আজ শুক্রবার বিকেলে সার্কিট হাউস ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় জনসভায় তিনি বক্তৃতা করবেন। এর আগে সার্কিট হাউস ময়দান থেকে ময়মনসিংহ বিভাগের ১৯৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ময়মনসিংহকে বিভাগ ও পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ আসছেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের মধ্যেও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রয়েছে বিশেষ আগ্রহ। শুক্রবার প্রধানমন্ত্রীর ময়মনসিংহ আগমনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন থেকে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১৩ সালের ৩ জানুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের জনসভায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চারলেনে উন্নীতকরণ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার শয্যা, ময়মনসিংহকে বিভাগ ঘোষণা, পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, শিক্ষা বোর্ড স্থাপন ও ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদ খননসহ বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতোমধ্যে এসব প্রতিশ্রুতির সবই বাস্তবায়ন করা হয়েছে। শুক্রবারের জনসভায় এবং আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে বলে জানান এই নেতা। শুক্রবারের জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের ১৯৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন এই ক্ষেত্রে নতুনমাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ।
×