ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মহাজীবনের প্রতিকৃতি

প্রকাশিত: ০৭:১৪, ২ নভেম্বর ২০১৮

মহাজীবনের প্রতিকৃতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে ‘বাংলাদেশ’ নামক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় যে ক’জন রাজনীতিকের ভূমিকা অগ্রগণ্য ও সর্বজনবিদিত- তাঁদের একজন সৈয়দ নজরুল ইসলাম। তিনি আমাদের অন্যতম জাতীয় নেতা। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল- সৈয়দ নজরুল ইসলাম ছিলেন সে সরকারের উপ-রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখায় তখন তিনিই ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী পরিষদে তিনি শিল্পমন্ত্রী হন। ১৯৭৫ সালে তিনি পুনরায় হন উপ-রাষ্ট্রপতি। এছাড়াও দুই-দুইবার আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির উপনেতা ছিলেন তিনি। সৈয়দ নজরুল ইসলামের জীবনপঞ্জির ওপর ভিত্তি করে রচিত হলেও বইটি মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের এক অনন্য দলিল। বিশেষ করে ’৭১-এর ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ অনেক ডক্যুমেন্ট (তথ্য-প্রমাণ) তুলে ধরা হয়েছে বইটিতে। আছে মুক্তিযুদ্ধের সময় জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক রিপোর্টেরও বিস্তারিত বিবরণ। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সৈয়দ নজরুল ইসলামের লেখা বেশকিছু গুরুত্বপূর্ণ চিঠিরও বর্ণনা স্থান পেয়েছে বইটিতে। এসব তথ্য-প্রমাণ সংগ্রহ করতে গিয়ে লেখক বেশ পরিশ্রম স্বীকার করেছেন- বইটি পড়লেই তা অনুমান যায়। তাই বলা যায়, গুরুত্বপূর্ণ এ বইটি পাঠের পর সৈয়দ নজরুল ইসলামের সংগ্রামী জীবনের পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। বিশেষ করে নতুন প্রজন্মের পাঠকদের সামনে অনেক অজানা বিষয় এবং তথ্য-প্রমাণের সন্ধান দেবে ফয়সাল আহমেদের এ বইটি। সঞ্জয় সরকার
×