ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

আইএমএফের প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ

প্রকাশিত: ০৭:০৫, ২ নভেম্বর ২০১৮

আইএমএফের প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ

গীতা গোপীনাথ জন্ম ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কর্নাটকের মাইসোরে। তাঁর বাবা টিভি গোপীনাথ ও মা বিজয়লক্ষ্মী কেরলের মানুষ। তাঁর বাবা একজন কৃষক এবং মা গৃহবধূ। আর্থিক দীনতার জন্য ছোটবেলার থেকেই অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে এগিয়ে যেতে হয়েছে। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে বিএ ও দিল্লী স্কুল অব ইকোনমিক্স থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। গীতা উচ্চশিক্ষা নিয়েছেন দিল্লী ও যুক্তরাষ্ট্র থেকে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি করেন। এর পরেই শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন তিনি। ২০০৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০১০ সালে সেখানে চুক্তিভিত্তিক অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। হার্ভার্ডের ইতিহাসে গীতা হচ্ছেন তৃতীয় নারী, যিনি অর্থনীতি বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপক। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর প্রথম ভারতীয়ও। সাম্প্রতিক সময়ে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের বা আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীতা গোপীনাথ। আগামী ডিসেম্বরে মাউরি অবসফিল্ডের অবসরের পর তার স্থলাভিষিক্ত হবেন এই অর্থনীতিবিদ। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই পদে ছিলেন মার্কিন অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ড। চলতি বছরের শেষে অবসর নেবেন বলে জানিয়েছেন মরিস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজ এ্যান্ড ইকোনমিক্সের জন জোওয়ানস্ট্রা প্রফেসর গীতা ন্যাশনাল ইকোনমিক্স এবং ম্যাক্রো-ইকোনমিক্স বিষয়ে গবেষণা করছেন। কেরলের সরকারের বিশেষ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি। ২০১৮ সালে আমেরিকান এ্যাকাডেমি অব আর্টস এ্যান্ড সায়েন্স তাঁকে ফেলোশিপ প্রদান করে। ২০১১ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়ং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত হন গীতা। নিউইয়র্ক এবং বস্টনের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সদস্য হিসেবেও কাজ করেছেন অর্থনীতিবিদ গোপীনাথ। তাঁর এই কর্মজীবনে বেশ কয়েকটি সম্মানে ভূষিত হয়েছেন ৪৬ বছরের এই অর্থনীতিবিদ। ২০১১ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়ং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত হন গীতা। এমনকি ২০১৪ সালে আইএমএফের সেরা ২৫ অর্থনীতিবিদের মধ্যে নিজেকে জায়গাও পাকা করে নিয়েছিলেন গীতা গোপীনাথ। শুধু শিক্ষকতা নয়, জি-২০-এর অর্থ মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন গীতা। এর আগে তিনি কেরালার পিনারাই বিজয়ন সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ২০১৪ সালে বিশ্বের ৪৫ বছরের কম বয়সী ২৫ জন প্রথম সারির অর্থনীতিবিদ হিসেবে আইএমএফের স্বীকৃতি পান গীতা। ২০১৮ সালে আমেরিকান এ্যাকাডেমি অব আর্টস এ্যান্ড সায়েন্স তাঁকে ফেলোশিপ প্রদান করে। আইএমএফের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বড় বড় দায়িত্বে নারীদের এগিয়ে আসার পক্ষে কাজ করেছেন ক্রিস্টিন লাগার্দে। তিনিই গতকাল গীতা গোপীনাথের নাম ঘোষণা করে তাঁর ভূয়সী প্রশংসা করেন। গীতাকে অসাধারণ অর্থনীতিবিদ হিসেবে ব্যাখ্যা করেছেন লাগার্দে। গীতার নিয়োগের পরে আইএমএফ, বিশ্বব্যাংক এবং অর্গানাইজেশন ফর কো-অপারেশন ডেভেলপমেন্ট (ওইসিডি) এই তিন প্রতিষ্ঠানেরই মুখ্য অর্থনীতিবিদ হচ্ছেন নারী।
×