ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:০৪, ২ নভেম্বর ২০১৮

নতুন গবেষণা

চশমার কাচে বার্তা! সরাসরি চশমার কাচে বার্তা পড়ার সুযোগ করে দেয় ‘ফোকালস’। এমনকি ক্যালেন্ডারের হলোগ্রাফিক ডিসপ্লে প্রদর্শনীর পাশাপাশি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার মানচিত্রও দেখাতে পারে। ভার্চুয়াল সহযোগী সেবা ‘এ্যালেক্সা’ যুক্ত থাকায় মুখের কথায় ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্যও জানাতে পারে। তৈরি করেছে কানাডার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘নর্থ’। চশমাটির দাম এক হাজার ডলার। হাতে স্থায়ী মাইক্রোচিপ পকেট থেকে বার বার পরিচয়পত্র বা ক্রেডিট কার্ড বের করার যন্ত্রণা এড়াতে নিজেদের হাতের চামড়ার নিচে স্থায়ীভাবে মাইক্রোচিপ বসিয়েছেন সুইডেনের প্রায় চার হাজার ব্যক্তি। মাইক্রোচিপটির ওপর ডিভাইস ধরলেই একজন ব্যক্তির পরিচিতির পাশাপাশি তাঁর ব্যাংক এ্যাকাউন্টের তথ্যও মিলে থাকে। এমনকি এ্যাকাউন্ট থেকে বাস-ট্রেনের ভাড়াও পরিশোধ করা যায়। সূত্র : ডেইলি মেইল
×