ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম

প্রকাশিত: ০৬:৩৫, ২ নভেম্বর ২০১৮

কোয়ার্টার ফাইনালে চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ লীগ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার। বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে আর্সেনাল ২-১ গোলে ব্লাকপুলকে, চেলসি ৩-২ গোলে ডার্বি কাউন্টিকে ও টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। তবে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে আর্সেনাল ও টটেনহ্যামের যে কোন এক পরাশক্তিকে। কেননা শেষ আটে মুখোমুখি হবে তারা। ম্যাচটি হবে আগামী ১৯ ডিসেম্বর লন্ডনে। শেষ আটের টিকেট পেতে ভাগ্যের সহায়তা লেগেছে চেলসির। কেননা তিন গোলের দু’টিই তারা পেয়েছে আত্মঘাতীর সৌজন্যে। এ কারণে স্ট্যামফোর্ডব্রিজে খেলোয়াড় হিসেবে ১৩টি বছর কাটানো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ফেরাটা সুখকর হয়নি। তার দল দারুণ লড়াই করেও হার মেনেছে। দুইবার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও সমতা ফেরায় ডার্বি। কিন্তু চেস ফেব্রিগাসের গোল জয় এনে দেয় চেলসিকে। ম্যাচের পঞ্চম মিনিটে ফিকায়ো তোমোরি নিজেদের জালে বল জড়ান। অতিথিরা ৯ মিনিট পর সমতা ফেরায় জ্যাক মারিওটের গোলে। ২১ মিনিটে রিচার্ড কেওঘের আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে ডার্বি। মার্টিন ওয়াঘোর্নের গোলে ২৭ মিনিটে আবার ২-২ করে তারা। ৪১ মিনিটে ফেব্রিগাস ব্যবধান করেন ৩-২। দ্বিতীয়ার্ধে আর কোন দল জালের দেখা পায়নি। আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালও জিতেছে ঘাম ঝরিয়ে। একটি গোল শোধ দিয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ব্লাকপুল। দুই দলই শেষ করে ১০ জন নিয়ে। ৫৬ মিনিটে আর্সেনালের মাত্তেও গুয়েন্দোজি দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। তার ১০ মিনিট পর ব্যবধান ২-১ করে ব্লাকপুল। কিন্তু শেষ ছয় মিনিট আগে তারাও হয়ে যায় ১০ জনের দল। কোয়ার্টার ফাইনালে আর্সেনাল লড়বে সন হিউং মিনের জোড়া গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পারকে।
×