ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সনদপত্র পেলেন ১৯ তীরন্দাজ

প্রকাশিত: ০৬:৩৩, ২ নভেম্বর ২০১৮

সনদপত্র পেলেন ১৯ তীরন্দাজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় ২৩ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থায় জেলা পর্যায়ে এবং টঙ্গীস্থ আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত ‘তীর আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী’র সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান (১২ বালক ও ৭ বালিকা) আরচারের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আরচারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আরও উপস্থিত ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মইনুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, জাতীয় আরচারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সিটি গ্রুপের কর্মকর্তা এবং আরচারবৃন্দ।
×