ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি উদ্বোধন করবেন আন্তর্জাতিক কারাতে

প্রকাশিত: ০৬:৩৩, ২ নভেম্বর ২০১৮

রাষ্ট্রপতি উদ্বোধন করবেন আন্তর্জাতিক কারাতে

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯১ সালের ২১ অক্টোবর বাংলাদেশে পথচলা শুরু খিউকুশীন কারাতে। দুই যুগেরও বেশি সময় পূর্বে শুরু হলেও এখনও বড় কোন আন্তর্জাতিক আসর আয়োজন করতে পারেনি বাংলাদেশ। এবারই প্রথম ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ। ইন্টারন্যাশনাল কারাতে অর্গানাইজেশন (আই.কে.ও) খিউকুশীন বাংলাদেশ শাখার উদ্যোগে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৯ নবেম্বর ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রথমদিন উদ্বোধন হলেও ১০ নবেম্বর শুরু হবে প্রতিযোগিতার লড়াই। বাংলাদেশসহ মোট ১৮ দেশের ৬০ প্রতিযোগী অংশ নেবে এই আসরে। দলগুলো হলো : বাংলাদেশ, জাপান, আফগানিস্তান, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কুয়েত, লেবানন, ম্যাকাও, মঙ্গোলিয়া, মিয়ানমার, বাহরাইন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের মোট ১২ খেলোয়াড় অংশ নেবেন (৮ পুরুষ এবং ৪ নারী)। কেবল ঘরের মাঠে প্রতিযোগিতা বলে নয়, এবারের আসরে চ্যাম্পিয়ন হবার আশা করছে স্বাগতিকরা। এখানে কোন স্বর্ণ, রৌপ্য কিংবা তামার লড়াই নয়, সেরা আটে থাকতে পারলে চ্যাম্পিয়নশিপের পুরস্কার পাবেন খেলোয়াড়রা। আর এই ৬০ জন থেকে সেরা ১৬ জন বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবেন। সর্বশেষ আসরে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ মার্শাল আর্টস কনফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদ ও সরকারের সহযোগিতায় অনুষ্ঠিত হবে কারাতে ওপেন চ্যাম্পিয়নশিপ। গতকাল বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আই.কে.ও খিউকুশীন বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট মেজর (অব.) খন্দকার নূরুল আফসার। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভুঁইয়া।
×