ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিউইদের ২ রানে হারাল পাকরা

প্রকাশিত: ০৬:৩২, ২ নভেম্বর ২০১৮

কিউইদের ২ রানে হারাল পাকরা

স্পোর্টস রিপোর্টার ॥ সবেমাত্রই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল। ৩-০ ব্যবধানে অসিদের হোয়াটইওয়াশ করার পর নিউজিল্যান্ডকে প্রথম টি২০ ম্যাচে ২ রানে হারিয়েছে পাকরা। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ১৪৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ১৪ রান তুলতে সক্ষম হয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে। তিন টি২০ ম্যাচের সিরিজে এর ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সরফরাজ আহমেদের দল। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় দুবাইয়ে দ্বিতীয় টি২০ অনুষ্ঠিত হবে। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু দলীয় ১০ রানেই দুই ওপেনার সাজঘরে ফিরলে বিপদে পড়ে তারা। তবে তৃতীয় উইকেটে আসিফ আলী ও মোহাম্মদ হাফিজ ৬৭ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে তোলেন। আসিফ ২৪ রানে সাজঘরে ফিরলেও হাফিজ ৩৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৪৫ রান করে আউট হন। এরপর অধিনায়ক সরফরাজ ২৬ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৪ রান করলে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। ৬ উইকেটে ১৪৮ রান তোলে তারা ইমাদ ওয়াসিমের ৫ বলে ১ চার, ১ ছক্কায় করা অপরাজিত ১৪ রানের সুবাদে। ডানহাতি কিউই পেসার এ্যাডামস মিলনে মাত্র ২৮ রানে ২ উইকেট নেন। জবাব দিতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। কলিন মুনরো ও গ্লেন ফিলিপস ৫০ রানের জুটি গড়েন প্রথম উইকেটে। মুনরো ধ্বংসাত্মক ব্যাটিং করছিলেন। তবে শাদাব খানের ঘূর্ণিতে তিনি ৪২ বলে ৬ চার, ৩ ছক্কায় ৫৮ রান করার পর সাজঘরে ফেরেন। এরপর হাসান আলীর দারুণ পেসে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পায় পাকরা। ১০ রানের মধ্যে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেয়। কিন্তু একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ রস টেইলর। তাকে কেউ উপযুক্ত সঙ্গ দিতে না পারলেও ১৯ ওভারে ৬ উইকেটে ১৩২ রান তুলে জয়ের আশা জিইয়ে রেখেছিলেন তিনি। শেষ ওভারে বোলিংয়ে আসেন শাহিন শাহ আফ্রিদি। ৫ বলে ১০ রান তুলে নিয়েছিলেন টেইলর। জয়ের আশা শেষ হয়ে গেলেও টাই করার জন্য শেষ বলে প্রয়োজন ছিল ছক্কা হাঁকানোর। কিন্তু চার হাঁকাতে পেরেছেন টেইলর। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৬ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ২ রানের নাটকীয় জয় পায় পাকরা। টেইলর ২৬ বলে ৩ চারে ৪২ রানে অপরাজিত থাকেন। কিন্তু তার দলে পরাজিত হয় মূলত ৩৫ রানে ৩ উইকেট নেয়া হাসান আলীর পেস আক্রমণের কাছেই। আর সে জন্যই পাক অধিনায়ক সরফরাজ তার বোলারদের ‘এখনও মরি নাই’ মনোভাবের বোলিংয়ের দারুণ প্রশংসা করেন।
×