ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মৌসুমীদের সামনে এবার মিয়ানমার মিশন

প্রকাশিত: ০৬:৩২, ২ নভেম্বর ২০১৮

মৌসুমীদের সামনে এবার মিয়ানমার মিশন

স্পোর্টস রিপোর্টার ॥ তাজিকিস্তানে গিয়ে ক’দিন আগেই বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় মহিলা দল খেলে এসেছে এএফসি অনুর্ধ-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। তবে কাক্সিক্ষত ফল লাভে ব্যর্থ হয় তারা। গ্রুপ রানার্সআপ হতে পারেনি। হয় তৃতীয়। মূলত সেই দলটিই এবার সিনিয়র দল হয়ে অচিরেই পাড়ি জমাচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারে। উদ্দেশ্যÑ ওমেন্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এশিয়ান বাছাই প্রথম রাউন্ডে খেলা। বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। অন্য দেশগুলো হলো : স্বাগতিক মিয়ানমার, ভারত এবং নেপাল। খেলা হবে ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে। বাংলাদেশের ম্যাচগুলো হচ্ছে : ৮ নবেম্বর মিয়ানমার, ১১ নবেম্বর ভারত এবং ১৩ নবেম্বর নেপালের বিরুদ্ধে। বাফুফে সূত্রে জানা গেছে, তাজিকিস্তান ফেরত দলটিই যাচ্ছে মিয়ানমারে। তবে ২৩ জনের পরিবর্তে ২০ জন (টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী)। সেক্ষেত্রে বাদ পড়বেন তিন ফুটবলার। তবে এই স্কোয়াডে যে সিনিয়র স্ট্রাইকার সাবিনা খাতুন যুক্ত হচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিতই।
×