ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে রংপুর-রাজশাহী ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:৩১, ২ নভেম্বর ২০১৮

জাতীয় ক্রিকেট লীগে রংপুর-রাজশাহী ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২০তম আসরের পঞ্চম রাউন্ডে রংপুর-রাজশাহীর ম্যাচটি ড্র হয়েছে। বরিশাল-খুলনার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আর সিলেট-চট্টগ্রাম ম্যাচটিও ড্র হয়েছে। ঢাকা মেট্রোর বিপক্ষে তৃতীয়দিনেইতো ঢাকা বিভাগ ইনিংস ব্যবধানে জিতে গিয়েছিল। প্রথম স্তর ॥ চতুর্থদিনেও বরিশালে খুলনা-বরিশাল ম্যাচটি মাঠে গড়ায়নি। তাতে ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করা হয়। রংপুর-রাজশাহী ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। প্রথম ইনিংসে রংপুর ৩০৭ রান করার পর রাজশাহী ২৪৮ রান করতে পারে। তৃতীয়দিনে ১ উইকেট হারিয়ে ২০ রান করে রংপুর ১০৮ রানে এগিয়ে ছিল। চতুর্থদিনে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ইনিংস ঘোষণা করে রংপুর। সানজামুল ইসলাম ও দেলোয়ার হোসেন ৪ উইকেট করে নেন। ২৭৪ রানে এগিয়ে যায় রংপুর। রাজশাহীর সামনে জিততে ২৭৫ রানের টার্গেট দাঁড় হয়। ধীমান ঘোষ ৫১ রান করেন। রাজশাহী জেতার জন্য খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। এমন সময় দিন শেষ হয়। সাব্বির হোসেন ৬৬ ও ফরহাদ হোসেন ৫০ রান করে অপরাজিত থাকেন। ম্যাচটি ড্রতেই শেষ হয়। আর একটি রাউন্ড আছে। এরপরই লীগ শেষ হবে। প্রথম স্তরের চ্যাম্পিয়ন হতে রাজশাহীই এগিয়ে আছে। রাজশাহীর পয়েন্ট ২৫.৩১। রংপুরের পয়েন্ট ২১.০৯। দ্বিতীয় স্তর ॥ কক্সবাজারে চট্টগ্রাম-সিলেটের মধ্যকার ম্যাচটি চতুর্থদিনে গড়ায়। তবে খেলা হয় মাত্র ১৩ ওভার। সিলেট আগে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২৬ রান করতেই খেলা শেষ হয়। ম্যাচ থেকে রেজাল্ট বের করা যাবে না তা জানাই ছিল। তবে ম্যাচটি থেকে ড্র ফল বের করে আনতে খেলা শুরু হওয়ার বিকল্প পথও ছিল না। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই স্তরে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যে স্তরের সেরা হওয়ার লড়াই চলছে। ঢাকা বিভাগের ২৫.৩১ পয়েন্টের বিপরীতে ঢাকা মেট্রোর পয়েন্ট ২১.০৯।
×