ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্প্যানিশ কোপা ডেল’রে, ইনজুরি সময়ের গোলে কোনরকমে জয় বার্সিলোনার

কোচ সোলারির অধীনে জয়ে শুরু রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৬:৩০, ২ নভেম্বর ২০১৮

কোচ সোলারির অধীনে জয়ে শুরু রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন কোচ সান্টিয়াগো সোলারির অধীনে প্রথম ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের শেষ ৩২-এর প্রথম লেগের ম্যাচে তৃতীয় সারির দল মেলিলাকে ৪-০ গোলে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। একই স্টেজে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বার্সিলোনাকে। তৃতীয় সারির দল কালচারাল লিওনেসাকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে তারকাদের ছাড়া খেলতে নামা কাতালানরা। ম্যাচের ইনজুরি সময়ে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন ফরাসী ডিফেন্ডার ক্লেমেন্ট লেঙ্গলেট। করিম বেনজেমা, মার্কো এ্যাসেনসিও, আলভারো অদ্রিয়জোলা ও ক্রিস্টো গঞ্জালেসের গোলে জয় পায় রিয়াল। আসরের ১৯ বারের চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো স্প্যানিশ নর্থ আফ্রিকান কোস্টে খেলেছে। এর ফলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েই দারুণ জয় পেয়েছেন রিয়ালের আর্জেন্টাইন কোচ সোলারি। দুর্বল এই প্রতিপক্ষের বিরুদ্ধে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। ম্যাচে আলো ছড়িয়েছেন অভিষেক হওয়া ব্রাজিলের আলোচিত টিনএজার ভিনিসিয়াস জুনিয়র। ফ্লেমিঙ্গো থেকে দলভুক্ত করা ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সোলারির ক্যাস্টিলা দলের হয়ে এতদিন তাকে মুগ্ধ করেছিলেন। যে কারণে প্রথম সুযোগেই মূল একাদশে অভিষিক্ত হন ভিনিসিয়াস। যিনি অচিরেই হয়ে উঠতে পারেন রিয়ালের সেরা খেলোয়াড়দের একজন। তার অসাধারণ পাস থেকেই বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল আদায় করেন এ্যাসেনসিও। এর আগে ম্যাচের ২৮ মিনিটে অদ্রিজোলার যোগান থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসী ফরোয়ার্ড বেনজেমা। বিরতির পর দুটি পরিবর্তন আনেন সোলারি। সার্জিও রামোসের স্থানে নাচো আর বেনজেমার পরিবর্তিত হিসেবে মাঠে নামেন ফেড্রিকো ভালভার্ডে। দ্বিতীয়ার্ধে অবশ্য মেলিলাও আক্রমণের চেষ্টা করে। কিন্তু সফল হতে পারেনি। উল্টো আরও দুই গোল হজম করে স্বাগতিকরা। ৭৯ ও ৯২ মিনিটে গোল দু’টি করেন আলভারো অদ্রিয়জোলা ও ক্রিস্টো গঞ্জালেস। কোচ জুলেন লোপেতেগুই রিয়াল মাাদ্রিদে যোগ দেয়ার মাত্র ১৩৯ দিনের মধ্যে বরখাস্ত হয়েছেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন তাদের বি টিম রিয়াল ক্যাস্টিলার কোচ সোলারি। ম্যাচ শেষে সোলারি বলেন, কঠিন এই সময়ে আমরা সবাই একই নির্দেশনায় চলছি। আমাদের দলটি চ্যাম্পিয়ন দল। এখানকার সব খেলোয়াড়ই নিজ নিজ দায়িত্বের বিষয়ে সচেতন। তারা জানে কখন কি করতে হবে। আরেক ম্যাচে বার্সিলোনাকে আটকানোর অস্ত্র হিসেবে ফাউলের দ্বারস্থ হয় স্বাগতিক লিওনেসা। তাতে বেশ কাজও হয়েছে। প্রায় ড্র তারা করেই ফেলেছিল। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট থেকে যোগ করা সময়ে আর শেষ রক্ষা করতে পারেনি তৃতীয় সারির দলটি। ২৩টা ফাউল করে ৬টা হলুদ আর ১ লালকার্ড দেখেছেন লিওনেসার খেলোয়াড়রা। এই ম্যাচে গত রবিবার লা লিগায় রিয়ালের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে খেলা সবাইকে বাইরে রেখে একাদশ সাজান বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। তারকা খেলোয়াড়রা দলে না থাকলেও বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল বার্সিলোনার। স্বাগতিকরাও মাঝে মধ্যে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নেয়। তবে গোলের দেখা মিলছিল না। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় বার্সিলোনা। স্বদেশী ফরোয়ার্ড উসমান ডেম্বেলের দারুণ ফ্রিকিকে হেডে জাল খুঁজে নেন বদলি নামা ফরাসী ডিফেন্ডার লেঙ্গলেট। এর দুই মিনিট পর স্পেনের মিডফিল্ডার সার্জিও মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিওনেসা।
×