ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটে হার ওয়েস্ট ইন্ডিজের, কোহলিদের সিরিজ জয় ৩-১ ব্যবধানে

শেষ ম্যাচে দাপুটে জয়ে সিরিজ ভারতের

প্রকাশিত: ০৬:২৯, ২ নভেম্বর ২০১৮

শেষ ম্যাচে দাপুটে জয়ে সিরিজ ভারতের

মোঃ মামুন রশীদ ॥ সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে ভয়ঙ্কর এক ওয়েস্ট ইন্ডিজকে দেখে সবাই চমকে গিয়েছিল। দীর্ঘদিনের বাজে সময়টা কাটিয়ে আবার বুঝি নিজেদের ফিরে পেল ক্যারিবীয়রা। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তারা লড়াই করছিল সমানে-সমান। কিন্তু চতুর্থ ওয়ানডেতে ভরাডুবি ঘটে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। ২-১ ব্যবধানে ৫ ম্যাচের ওয়ানডেতে পিছিয়ে পড়ার পর বৃহস্পতিবার পঞ্চম ও শেষ ম্যাচে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে যেন গত কয়েক বছরে বিপর্যস্ত ক্যারিবীয়দের দুর্দশাগ্রস্ত চেহারাই ফুটে উঠলো। থিরুভানান্তপুরামে শোচনীয়ভাবে ৯ উইকেটে হেরেছে তারা ব্যাটিং দৈন্যতা দেখিয়ে। দিবারাত্রীর ম্যাচ সন্ধ্যা হওয়ার বেশ আগেই শেষ হয়েছে ক্যারিবীয়রা আগে ব্যাটিংয়ে নেমে ১০৪ রানে গুটিয়ে যাওয়ার পর। জবাবে ভারত ১ উইকেটে ১৪.৫ ওভারে প্রয়োজনীয় ১০৫ রান তুলে নেয়। এ জয়ের ফলে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে ভারতীয় দল। ভারতের মাটিতে এশিয়ার বাইরের দলগুলো সবসময়ই সমস্যায় পড়ে দুটি কারণে। এক- ভারতের দারুণ শক্তিশালী ব্যাটিং লাইন এবং দুই- স্পিনবান্ধব উইকেটে দুর্দান্ত কিছু স্পিনার। তবে এবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিনটি ওয়ানডেতে এ দুটি ভয়কে জয় করে নিয়েছিল। প্রথম ম্যাচে ৩২২ রান করেও জিততে পারেনি, তবে দ্বিতীয় ওয়ানডেতে ৩২১ রান টপকাতে শেষ পর্যন্ত টাই করে এবং তৃতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনে। কিন্তু গর্জে ওঠা ক্যারিবীয়দের চতুর্থ ওয়ানডেতে আর দেখা যায়নি। ২২৪ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত হয় তারা। তবে সিরিজে একটি ম্যাচ এমন হতেই পারে, সবাই আশা করেছিলেন বৃহস্পতিবার পঞ্চম ও শেষ ওয়ানডেটি জমজমাট লড়াইয়ে ঠাসা হবে। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে ক্যারিবীয়রাও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নামে। কারণ সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। সে জন্য নতুন এ স্টেডিয়ামের অভিষেক ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। কিন্তু ভারতের তিন পেসার ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ আর খলিল আহমেদের তোপে শুরু থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন। উইকেট পতনের যে ধারা শুরু করে দিয়েছিলেন তারা সেখানে আরও দ্রুতগতি এনে দেন রবীন্দ্র জাদেজা। ৩১.৫ ওভারে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। ২৪ রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে। পুরো ক্যারিবীয় ইনিংসে আরেকটি দুই অঙ্কের রান ১৬ যা করেছেন রোভম্যান পাওয়েল। তিনজন শূন্য রানেই সাজঘরে ফেরেন। জাদেজা ৪ উইকেট নেন (৯.৫-১-৩৪-৪) এবং দুটি করে উইকেট শিকার করেন বুমরাহ ও খলিল। ম্যাচ আড়াই ঘণ্টা না পেরোতেই মামুলি জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ভারতীয় দল। শিখর ধাওয়ান ইনিংসের দ্বিতীয় ওভারেই অবশ্য ওশেন থমাসের শিকারে পরিণত হয়েছিলেন। কিন্তু রোহিত শর্মা ও কোহলির ব্যাট থামেনি। তারা ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। রোহিত ৫৬ বলে ৫ চার, ৪ ছক্কায় ৬৩ রানে এবং কোহলি ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। সন্ধ্যার আগেই ১৪.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে জিতে যায় তারা। পুরো সিরিজে ব্যাট হাতে দুর্বার কোহলি হন সিরিজের সেরা খেলোয়াড়। তিনি এই সিরিজে ১৫১ গড়ে তিনটি সেঞ্চুরিসহ করেছেন ৪৫৩ রান। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ॥ ১০৪/১০; ৩১.৫ ওভার (হোল্ডার ২৫, স্যামুয়েলস ২৪, রোভম্যান ১৬, হেটমায়ার ৯, বিশু ৮*; জাদেজা ৪/৩৪, বুমরাহ ২/১১, খলিল ২/২৯)। ভারত ইনিংস ॥ ১০৫/১; ১৪.৫ ওভার (রোহিত ৬৩*, ধাওয়ান ৬, কোহলি ৩৩*; থমাস ১/৩৩)। ফল ॥ ভারত ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রবীন্দ্র জাদেজা (ভারত)। সিরিজ ॥ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জয়ী। সিরিজ সেরা ॥ বিরাট কোহলি (ভারত)।
×