ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে পিপি হত্যা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ০৬:১৬, ২ নভেম্বর ২০১৮

রংপুরে পিপি হত্যা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ নবেম্বর ॥ রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা (৫৮) হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে নিহত এ্যাডভোকেট বাবুসোনার লাশ বহনের কাজে ব্যবহৃত স্টিল আলমিরা নির্মাণকারী শাপলা স্টিলের কর্মচারী ও স্টিল আলমিরা নির্মাণকারী মোঃ মারুফ মিয়া (২২), আসামি কামরুলের ব্যবহৃত মোটরসাইকেল ও নিহত বাবুসোনার ব্যবহৃত মানিব্যাগ জব্দ তালিকার সাক্ষী মোঃ ইকবাল বসুনিয়া (৫২) ও মোমিনুল ইসলাম (৪৮) এবং কাউনিয়া পূজা উদ্যাপন পরিষদের সদস্য সচিব ও সুরতহাল রিপোর্ট তৈরির সময় সাক্ষী রতন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ও ৭ নবেম্বর মঙ্গলবার ও বুধবার। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক। এর আগে সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এ মামলার দুই আসামি নিহত বাবুসোনার স্ত্রী শিক্ষিকা স্নিগ্ধা সরকার ওরফে দীপা ও তার প্রেমিক শিক্ষক কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।
×