ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: ০৬:১৬, ২ নভেম্বর ২০১৮

রাজশাহীতে প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর তেরখাদিয়াতে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, আমাদের পাশের দেশগুলোর মধ্যে শুধু ভারতে এই ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে। পাকিস্তান, নেপাল ও ভুটানেও এমন প্রতিষ্ঠান নেই। রাজশাহীতে এই ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণের নতুন দ্বার উন্মোচিত হলো। অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এই ইনস্টিটিউটটি থেকে শুধু জাতীয় নয়, আন্তর্জাতিকমানের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হবে। এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে রাজশাহীর জন্য উন্নয়নের আরও একটি নতুন মাত্রা যোগ হলো। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আশরাফ শামীম প্রমুখ।
×