ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনগণের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সরকার ॥ বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৫, ২ নভেম্বর ২০১৮

জনগণের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সরকার ॥ বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ নবেম্বর ॥ বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি বলেছেন, কৃষি এদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে জিডিপির প্রায় এক পঞ্চমাংশ অর্জিত হয় কৃষি খাত থেকে। কৃষি এদেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। দেশে বিপুল জনসংখ্যার এখনও কর্মসংস্থান হয়ে থাকে কৃষি খাতকে অবলম্বন করেই। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। কৃষি ক্ষেত্রে বিভিন্ন খাতে অভূতপূর্ব যে সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন। মন্ত্রী বলেন, কৃষিপণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন সাধন বর্তমান সরকারের আরেকটি সাফল্য। এ সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল কৃষি ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে রবি ও খরিপ মৌসুমে ৩ হাজার ২৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন প্রমুখ। মন্ত্রী একই অনুষ্ঠানে জাতীয় যুব দিবসে ‘পরিবার ভিত্তিক কর্মসূচী’র আওতায় ৭৯ সদস্যের মাঝে ১০ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করেন।
×