ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ভ্যানচালক খুন

প্রকাশিত: ০৬:১৪, ২ নভেম্বর ২০১৮

রাজশাহীতে ভ্যানচালক খুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে চালককে খুন করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুন করে পালানোর সময় চোর সন্দেহে এক যুবককে আটক করেছেন গ্রামবাসী। পরে আল-মামুন (১৯) নামের এই যুবক স্বীকারোক্তি দিয়েছে, চালককে খুন করে সে ভ্যানটি নিয়ে পালাচ্ছিল। আটক মামুনের বাড়ি জেলার বাঘা উপজেলার বাউসা গ্রামে। তার বাবার নাম মহির আলী। আর নিহত ভ্যানচালকের নাম মোঃ রাজু (১৭)। কিশোর রাজু বাউসা মধ্যপাড়া গ্রামের আজিত আলীর ছেলে। ভাড়ায় নিয়ে গিয়ে চারঘাটের হাবিবপুরে তাকে গলাটিপে হত্যা করা হয়। চারঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বাকী বলেন, বুধবার সন্ধ্যার পর চারঘাটের নন্দনগাছি যাওয়ার কথা বলে রাজুকে বাঘার হরিণাপুর থেকে ভাড়ায় নিয়ে যাওয়া হয়। পরে রাত দেড়টার দিকে হাবিবপুরে গলাটিপে হত্যা করা হয়। পরে ভ্যান নিয়ে পালাচ্ছিল আল-মামুন। নন্দনগাছি এলাকায় গ্রামবাসী তাকে চোর সন্দেহে ধরেন। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে মামুন জানায়, চালককে খুন করে ভ্যানটি ছিনতাই করা হয়েছিল। এরপর মামুনই পুলিশকে নিয়ে গিয়ে ধানক্ষেতের ভেতর নিহত ভ্যানচালকের লাশ দেখায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। চট্টগ্রামে গৃহবধূ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর তুলাতলি এলাকার একটি বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে। রোকসানা আক্তার (২৮) নামের এই নারীর বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়। বৃহস্পতিবার ভোরে ওই এলাকার আলী ভবনে এই ঘটনা ঘটে। বাকলিয়া থানা পুলিশ জানায়, পরিবারটি তুলাতলি এলাকায় বসবাস করত। নিহত রোকসানার স্বামী জয়নাল একজন রাজমিস্ত্রি। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। স্বামী জয়নালই গলা কেটে তার স্ত্রীকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই জয়নাল পলাতক রয়েছে। মীরসরাইয়ে যুবক নিজস্ব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় শাহ আলম নামের এক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে পাহাড়ের পাদদেশে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার রাত ৮টায় এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত শাহ আলম ওই এলাকার আলী আকবরের ছেলে। জানা গেছে, মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় শাহ আলম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কয়েক যুবক। নিজামপুর বাজারের একটি ওয়ার্কশপে সে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। জানা গেছে, শাহ আলমের সঙ্গে কিছুদিন ধরে একই এলাকার কয়েক জন ছেলের সঙ্গে বিরোধ চলে আসছিল। শরীয়তপুরে সাবেক ইউপি সদস্য নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান , বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সোনামুখী গ্রামের সাবেক ইউপি সদস্য খালেক পাঙ্খাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে সোনামুখী গ্রামের নিজ বাড়ি থেকে শরীয়তপুর কোর্টে একটি মামলায় হাজিরা দিতে রওনা হয় সাবেক ইউপি সদস্য খালেক পাঙ্খাদার। পথে পূর্ব সোনামুখী গ্রামের আইয়ুব আলী মাদবরের বাড়ির সামনের পৌঁছলে রাস্তায় ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরে কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, প্রেমের দ্বন্দ্বে খুন হয়েছে কাজী মুনসিরাতুল রহমান আলিফ (১৮) নামে এক কলেজছাত্র। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার রাতে তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় সে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। আলিফ ফরিদপুর সরকারী ইয়াছিন কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। দিনাজপুরে নবজাতক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বিরলে ধুকুরঝাড়ি ঢেরাপাটিয়া সড়কের একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে ব্রিজের নিচে কয়েকটি কুকুর একটি ব্যাগে রাখা ওষুধের কার্টন নিয়ে টানাহেঁচড়া করলে স্থানীয় কয়েকজন এগিয়ে যান। কার্টন খুলে কাপড়ে প্যাঁচানো এক নবজাতক শিশুকন্যার লাশ দেখতে পান তারা। পরে এলাকবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। কেরানীগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, ঘরের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় সাগর (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে আগানগর ইউনিয়নের আমবাগিচা পানির টাঙ্কের কাছে একটি ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, বাড়ির মালিকের ছেলের কাছ থেকে সংবাদ পেয়ে বুধবার রাত ১২টার দিকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। উল্লাপাড়ায় দুই যুবক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদী থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে। সকালে পৌর এলাকার ঘাটিনা সেতুর নিচে ও ঘাটিনা পালপাড়া এলাকা থেকে এ দুটি মরদেহ উদ্ধার করা হয়। উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, ফুলজোড় নদীর ঘাটিনা সেতু ও ঘাটিনা পালপাড়া এলাকায় দুই যুবকের ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে । সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়া স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকায় দ্বিতীয় তলার ফ্ল্যাট বাসা থেকে জামাল হোসেন (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টায় ঘরের দরজা ভেঙ্গে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠায়। মৃত জামাল হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন মধ্য সোনাখালী গ্রামের আবদুল লতিফ মাস্টারের ছেলে। ঠাকুরগাঁওয়ে নববধূ নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও ছেতনাই গ্রামে সুশীলা রানী (২২) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ির টয়লেট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুশীলা রুহিয়া থানার আশারু শিংয়ের মেয়ে। তবে নিহতের স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা করেছে সুশীলার স্বামী বিপুল চন্দ্র ও তার পরিবার। এলাকাবাসী জানায়, আড়াই মাস আগে দেওগাঁও গ্রামের সঙ্কর চন্দ্রের ছেলে বিপুল চন্দ্রের সঙ্গে বিয়ে হয় ঝাঁড়গাঁও গ্রামের সুশীলা রানীর। বৃহস্পতিবার ভোরে বিপুল চন্দ্রের বাড়ির টয়লেট থেকে সুশীলার মরদেহ দেখে চিৎকার করে পরিবারের লোকজন।
×