ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাসানটেকে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৬:১২, ২ নভেম্বর ২০১৮

ভাসানটেকে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের মূল্য তালিকা না থাকায় রাজধানীর ভাসানটেকে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও এপিবিএন-১১ এর ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার ম-ল জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগরীর ভাসানটেক বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারার (মেয়াদোত্তীর্ণ ওষুধ) লঙ্ঘনের অপরাধে সিরাজ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ স্পটে ধ্বংস করা হয়।
×