ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে সবাইকে একত্রে কাজ করতে হবে ॥ গওহর রিজভী

প্রকাশিত: ০৬:০৮, ২ নভেম্বর ২০১৮

এসডিজি অর্জনে সবাইকে একত্রে কাজ করতে হবে ॥ গওহর রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী বলেছেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। এসডিজি অর্জনে দলিত ও আদিবাসীদের কথা শুনতে হবে। তাদের নিয়েই এগোতে হবে। এই জনগোষ্ঠীর সঠিক চিত্র জানতে একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন জরুরী, যার আলোকে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে পারব। দলিত শব্দটির সঙ্গে স্টিগমা লাগিয়ে দেয়া হয়েছে। যতই তারা শিক্ষা পাক, উন্নতি করুক তবু তারা দলিত, স্টিগমা কোনভাবেই যাচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত ‘দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত হোক’ শীর্ষক জাতীয় কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হেকস/ইপার, পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট, সিএসএ, ইউএনডিপি এবং ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড আয়োজিত এই কনভেনশনে জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিএসএ সভাপতি এ্যাডভোকেট সুলতানা কামাল, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো প্রমুখ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ অনেক উন্নতি করেছে কিন্তু বৈষম্য এখনও আছে। এই বৈষম্য কমাতে সরকার বদ্ধপরিকর। কিন্তু সরকারের পাশাপাশি আমাদেরকেও কাজ করতে হবে। কেননা, অধিকার কেউ হাতে তুলে দেয় না। তা আদায় করে নিতে হয়। এ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, দলিত ও সমতলের আদিবাসীরা প্রতিনিয়ত অধিকার বঞ্চিত হয়ে আসছে। সমতলের আদিবাসীদের উন্নয়নে বর্তমান সরকার অর্থনৈতিক সহযোগিতা করেছে, তবে তা খুবই নগণ্য। তাও দুর্নীতির কারণে তাদের অধিকারের বিষয়টি ভীষণভাবে অবহেলিত রয়ে গেছে। তাদের সমস্যার সমাধান করতে না পারলে আমাদের প্রচ- সমস্যায় পড়তে হবে। এমনকি তাদের নিরাপত্তার জন্য যে আইন আছে তা বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে কোন সুফল মিলছে না। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারকে এসব সমস্যার সমাধান করতে হবে। জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপের মহাসচিব শিশির শীল বলেন, দলিত ও সমতলের আদিবাসীদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। এজন্য একটি ভূমি কমিশন করা জরুরী। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে শক্ত উদ্যোগ নিয়ে একটি ভূমি কমিশন করা যেতে পারে। তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক হচ্ছে, এই জনগোষ্ঠীর বিষয়ে সরকারের কাছে কোন পরিসংখ্যান বা তথ্য-উপাত্ত নেই, যা উদ্বেগজনক।
×