ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯ মাসে ব্যাংকের মুনাফায় ধস

প্রকাশিত: ০৬:০৬, ২ নভেম্বর ২০১৮

৯ মাসে ব্যাংকের মুনাফায় ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের ৯ মাসের বা ৩টি প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর ১৮) ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফায় ধস নেমেছে। এ সময় কোন ব্যাংকের ৯১ শতাংশ পর্যন্ত মুনাফা কমেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এক্সিম ব্যাংক। অপরদিকে মুনাফার উত্থানে সবার ওপরে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। ব্যাংকগুলোর ৯ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকেরই এরই মধ্যে চলতি বছরের ৯ মাসের আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় ২০১৮ সালের ৯ মাসে ১৮টি বা ৬০ শতাংশ ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে। আর ১২টি বা ৪০ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, একেক ব্যাংকের একেক কারণে মুনাফা কমতে পারে। তবে সাধারণত খেলাপী ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে মুনাফা কমেছে। আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস কমেছে এক্সিম ব্যাংকের। ব্যাংকটির ৯১ শতাংশ ইপিএস কমেছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ শতাংশ কমেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। আর ৬৯ শতাংশ কমে ৩য় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক। এদিকে সবচেয়ে বেশি ইপিএস হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের। আগের বছরের থেকে ৩০ শতাংশ বেড়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ১৩.২৯ টাকা। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৩.৫৫ টাকা ইপিএস হয়েছে ব্র্যাক ব্যাংকের। ২০১৮ সালের ৯ মাসের ব্যবসায় এই দুটি ব্যাংকের ইপিএস ৩ টাকার বেশি হয়েছে। ২০১৮ সালের ৯ মাসের সবচেয়ে বেশি হারে ইপিএস বেড়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৩৯ শতাংশ। এরপরে ৭৬ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক। আর ৪৮ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক। মুনাফা কমা ব্যাংকগুলো হলো : এক্সিম ব্যাংকের ৯ মাসে মুনাফা হয়েছে দশমিক ১১ টাকা, যা আগে ছিল ১.২৪ টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংকের ০.১২ টাকা, যা আগে ছিল ০.৭০ টাকা। ওয়ান ব্যাংকের ০.৭৮ টাকা, আগে ছিল ২.৫৪ টাকা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ০.৭৪ টাকা, আগে ছিল ১.৭১ টাকা, আইএফআইসি ০.৫৯ টাকা, যা আগে ছিল ১.০৩ টাকা, ট্রাস্ট ব্যাংক ১.৭৯ টাকা, যা আগে ছিল ৩.১৬ টাকা। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ০.৫৮ টাকা, যা আগে ছিল ০.৯৭ টাকা, এবি ব্যাংক ০.৪১ টাকা, যা আগে ছিল ০.৬৪ টাকা, রূপালী ব্যাংক ০.৫০ টাকা, যা আগে ছিল ০.৭২ টাকা, ইউসিবি ১ .৭৮ টাকা, যা আগে ছিল ২.৫০ টাকা, আইসিবি ইসলামী ব্যাংক ঋণাত্মক ০.৫৪ টাকা, আগে ছিল ঋণাত্মক ০.৪২ টাকা, সিটি ব্যাংক ২.৩২ টাকা, যা আগে ছিল ২.৭৯, ইস্টার্ন ব্যাংক ২.৮৮ টাকা, যা আগে ছিল ৩.৩৪ টাকা, প্রাইম ব্যাংক ১.১৫ টাকা, আগে ছিল ১.৩০ টাকা, উত্তরা ব্যাংক ২.৬১ টাকা, আগে ছিল ২.৭৬ টাকা, ঢাকা ব্যাংক ১.২৬ টাকা, যা আগে ছিল ১.৩৩ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক ০.৮৬ টাকা, যা আগে ছিল ০.৯০ টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা হয়েছে ২.৭০ টাকা, যা আগে ছিল ২ দশমিক ৭৮ টাকা। বাকি ব্যাংকগুলোর শেয়ার প্রতি আয় বেড়েছে।
×