ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাণনাশের হুমকিতে আসিয়ার আইনজীবী

প্রকাশিত: ০৬:০৪, ২ নভেম্বর ২০১৮

প্রাণনাশের হুমকিতে আসিয়ার আইনজীবী

পাকিস্তানে ব্লাসফেমি আইনে মৃত্যুদ- থেকে খালাস পাওয়া আসিয়ার আইনজীবী বলেছেন, ইসলামী চরমপন্থীরা তার প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি ব্লাসফেমি আইনে (ধর্ম অবমাননা) ফাঁসির দ-াদেশপ্রাপ্ত খ্রীস্টান নারী আসিয়া বিবির পক্ষে আইনী লড়াই চালিয়ে তাকে মৃত্যুদ- থেকে রক্ষা করেন। সাইফ-উল-মুলুক নামে ওই আইনজীবী বলেন, তাকে প্রাণনাশের হুমকি সত্ত্বেও আসিয়ার পক্ষে লড়াই চালিয়ে তার কোন আফসোস নেই। তিনি ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়েই যাবেন। মুলুকের সর্বশেষ এই বিজয়ের মাধ্যমে আসিয়া বিবিকে ব্লাসফেমির অভিযোগ থেকে খারিজ করা হয়। বুধবার সুপ্রীমকোর্ট এ রায় দেয়। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই আইনজীবী বলেন, এই রায়ে গরিব, সংখ্যালঘু ও সমাজের নিম্নশ্রেণীর মানুষও যে এ দেশে ন্যায় বিচার পেতে পারেন, তা প্রমাণিত। -এএফপি
×