ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাইজিরীয় তেলক্ষেত্র বিক্রি করে দিচ্ছে ব্রাজিলের পেট্রোব্রাস

প্রকাশিত: ০৬:০৪, ২ নভেম্বর ২০১৮

নাইজিরীয় তেলক্ষেত্র বিক্রি করে দিচ্ছে ব্রাজিলের পেট্রোব্রাস

ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস দুটি নাইজিরীয় তেল ব্লকের স্বত্বাধীন হোল্ডিংগুলো ১৪০ কোটি ডলারে বিক্রি কর দেবে বলে বুধবার ঘোষণা করেছে। অসুস্থ প্রতিষ্ঠানটির এ অংশ বিক্রি করে নগদ অর্থ অর্জন কোম্পানির লক্ষ্য। ব্রাজিলীয় প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, যৌথ প্রতিষ্ঠান পেট্রোব্রাস অয়েল এ্যান্ড গ্যাস বিডিতে পেট্রোব্রাসের ৫০ শতাংশ স্বত্ব ডাচ জ্বালানি ব্যবসায়ী ভিটোল-পরিচালিত এক কনসোর্টিয়ামে বিক্রি করে দেবে। পেট্রোব্রাস অয়েল এ্যান্ড গ্যাস বিডি নেদারল্যান্ডসে স্থাপিত। -এএফপি
×