ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমেছে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা

ভিন্নমত নিয়ন্ত্রণে অনলাইনমুখী হচ্ছে বিভিন্ন দেশের সরকার

প্রকাশিত: ০৬:০৩, ২ নভেম্বর ২০১৮

ভিন্নমত নিয়ন্ত্রণে অনলাইনমুখী হচ্ছে বিভিন্ন দেশের সরকার

চীনের দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সরকার এখন বেশি করে অনলাইন ব্যবহার করছে। ভিন্নমত দমন এবং ক্ষমতা সুরক্ষিত করা এর অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার মানবাধিকার নজরদারি সংস্থা এ্যানুয়াল ফ্রিডম হাউসের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। এএফপি। ফ্রিডম হাউসের মতে, ২০১৮ সালে টানা অষ্টম বছরের মতো বিশ্বে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা সঙ্কুচিত হয়েছে। ৬৫ দেশের ওপর সমীক্ষাটি করা হয়। পরিস্থিতিকে তারা ‘ডিজিটাল কর্তৃত্ববাদ’ হিসেবে আখ্যা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর অনলাইন প্রচার এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়টি অনেক বেড়েছে। এছাড়া অবাধে ব্যক্তিগত তথ্য সংগ্রহের কারণে লঙ্ঘন করা হয়েছে ব্যক্তির গোপনীয়তা। ফ্রিডম হাউসের প্রধান মাইকেল আব্রামোভিচ বলেন, ডিজিটাল যুগে লড়াই করছে গণতন্ত্র। দেশের ভেতরে এবং বাইরে কিভাবে তথ্য নিয়ন্ত্রণ এবং সেন্সরশিপ করতে হয় সেই মডেল রফতানি করছে চীন। এই ধরনের প্রবণতা উন্মুক্ত ইন্টারনেটের জন্য হুমকিস্বরূপ পাশাপাশি বিপদে ফেলবে বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রত্যাশাকেও। চীনা কর্মকর্তারা ৬৫ দেশের মধ্যে ৩৬ দেশের প্রতিনিধিদের নিয়ে তথ্য নিয়ন্ত্রণের ওপর বেজিংয়ে একটি সেশনের আয়োজন করে।
×