ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই হাসপাতাল বন্ধে হাইকোর্টের আদেশ আপীলে বহাল

প্রকাশিত: ০৬:০০, ২ নভেম্বর ২০১৮

দুই হাসপাতাল বন্ধে হাইকোর্টের আদেশ আপীলে বহাল

স্টাফ রিপোর্টার ॥ অনুমোদন না থাকায় রাজধানীর মোহাম্মদপুরের নবাব সিরাজ-উদ-দৌলা মেন্টাল এ্যান্ড ড্রাগ এ্যাডিকশন হসপিটাল ও শেফা হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। অন্যদিকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় করা তথ্য-প্রযুক্তি মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এসব আদেশ প্রদান করেছে। অনুমোদন না থাকায় দুই হাসপাতাল বন্ধে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুই হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপীল বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে দুই হাসপাতালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর আগে গত ১২ সেপ্টেম্বর অনুমোদন না থাকায় রাজধানীর মোহাম্মদপুরের ১৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দ্রুত বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল এ নির্দেশ দেন। একই সঙ্গে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিক পরিচালনাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না এবং পরিচালনাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। ‘৫০০ মিটারে ২৬টি, ১৪টিই অবৈধ হাসপাতাল’ শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। হুমায়ুন রোড, বাবর রোড ও খিলজি রোডের অনুমোদনহীন এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হলো- বিডিএম হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়েল মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, নবাব সিরাজ-উদ-দৌলা মেন্টাল এ্যান্ড ড্রাগ এ্যাডিকশন হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, পাজমা মেডিক্যাল সার্ভিস এ্যান্ড ক্লিনিক, শেফা হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক, নিউ ওয়েল কেয়ার হসপিটাল এবং বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হসপিটাল। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করে নবাব সিরাজ-উদ-দৌলা মেন্টাল এ্যান্ড ড্রাগ এ্যাডিকশন হসপিটাল ও শেফা হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখে। শহিদুলের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ ॥ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে করা তথ্য-প্রযুক্তি মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। এর আগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত শহিদুল আলমের সাক্ষাতকারের ভিডিও এবং ফেসবুক লাইভের বেশ কয়েকটি ভিডিও দেখেন বিচারপতিরা। এরপর উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত মামলাটি কার্য তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও শাহদীন মালিক। আদালত সূত্রে জানা যায়, আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে। এ অবস্থায় তারা চাইলে ভিন্ন একটি বেঞ্চে যেতে পারে।
×