ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করা হবে দুর্বল ব্যাংক ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৫৯, ২ নভেম্বর ২০১৮

ভাল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করা হবে দুর্বল ব্যাংক ॥ মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রাহক সেবা নিশ্চিত করতে পারছে এ রকম ভাল ব্যাংকগুলোর সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দেশে এত নতুন ব্যাংক অনুমোদন দেয়ার প্রয়োজন ছিল না। অনেক ব্যাংকই ইতোমধ্যে রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দফতরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ওই সময় ইআরএফের সভাপতি সাইফুল ইসলাম দিলালের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মুহিত বলেন, দেশের অর্থনীতির আকারের তুলনায় বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হয়ে গেছে। প্রসঙ্গত, সম্প্রতি পুলিশের আবেদনের প্রেক্ষিতে কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ নামে একটি ব্যাংকের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া বেসরকারী খাতে আরও তিনটি ব্যাংক অনুমোদনের অপেক্ষায় আছে। শীঘ্রই এসব ব্যাংকের অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে। তবে রাজনৈতিক বিবেচনায় নতুন করে এসব ব্যাংকের অনুমোদন দেয়ায় নিজে খুশি নন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এভাবে ব্যাংকের অনুমোদন দেয়ায় আমি খুব অসুখী (ভেরি আনহ্যাপি)। ইতোমধ্যে কিছু ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। ভালগুলোর সঙ্গে এসব দুর্বল ব্যাংক একীভূত করে দেয়া হবে। যাতে করে দুর্বল ব্যাংকগুলো ভাল অবস্থায় গ্রাহক সেবা নিশ্চিত করতে সক্ষম হয়। এছাড়া ব্যাংকের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণেও ব্যাংকগুলো একীভূত করা হবে। এজন্য আইনকানুন ঠিকঠাক করার উদ্যোগ নেয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে একীভূতকরণের কাজ শুরু হবে। যদি অন্য কেউ আসে তাহলে তাদেরও ব্যাংক সংস্কারের বিষয়ে একটি প্রতিবেদন দিয়ে যাওয়া হবে। এর আগে একজন সাবেক মন্ত্রীকে ব্যাংক দেয়ার অভিজ্ঞতা ভাল নয়, আবার এবার একজন মন্ত্রীর আত্মীয় ব্যাংক পেতে যাচ্ছে এতে করে পুনরায় খারাপ অভিজ্ঞতা আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক মন্ত্রী ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট আছেন। এদিকে, শুরুতে আপত্তি থাকলেও আরও চার ব্যাংক প্রতিষ্ঠার সবুজ সঙ্কেত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুলিশের ব্যাংকটি অনুমোদন হওয়ার পর এবার দ্য বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক এবং দ্য সিটিজেন ব্যাংক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত ২৯ অক্টোবর গবর্নর ফজলে কবিরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আরও তিনটি ব্যাংক অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম সম্প্রতি জানান, পর্ষদের সভায় চারটি ব্যাংকের প্রস্তাব তোলা হয়। একটি ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বাকি তিনটি শর্তসাপেক্ষে অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। তাদের প্রস্তাবে ও নথিপত্রে কিছু ঘাটতি ও ত্রুটি রয়েছে। সেগুলো সংশোধন করে দিলে অনুমোদন দেবে পর্ষদ। সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপ হচ্ছে, হবে। তবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচনের সকল প্রস্তুতি এগিয়ে চলছে। যথাসময়ে দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
×