ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘খাশোগিকে শ্বাসরোধে হত্যার পর লাশ টুকরো টুকরো করে মাটিচাপা দেয়া হয়’

প্রকাশিত: ০৮:২৮, ১ নভেম্বর ২০১৮

‘খাশোগিকে শ্বাসরোধে হত্যার পর লাশ টুকরো টুকরো করে মাটিচাপা দেয়া হয়’

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কের ইস্তানবুুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে প্রবেশের সঙ্গে সঙ্গে সাংবাদিক জামাল খাশোগিকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ টুকরো টুকরো করে মাটিচাপা দেয়া হয়। ইস্তানবুলের প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। আগের বিয়ের তালাকের নথিপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তানবুুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি, সেখান থেকে তিনি আর বের হননি। শুরুতে খাশোগিকে হত্যার অভিযোগ অস্বীকার করলেও পরে সৌদি আরব তা স্বীকার করে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি রাজপরিবারের কোন হাত নেই বলেও দাবি করে রিয়াদ। যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি সম্প্রতি তার কয়েকটি লেখায় চলমান সৌদি রাজতন্ত্র, বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সমাজ সংস্কারমূলক কিছু উদ্যোগের সমালোচনা করেছিলেন। তুরস্কের অভিযোগ, বর্তমান যুবরাজের নির্দেশেই তার লোকজন খাশোগিকে হত্যা করেছে। রাজপরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও খাশোগি হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে বর্ণনা করেছেন সৌদি আরবের সরকারী কৌঁসুলি সৌদ আল-মজেব। ইস্তানবুলের প্রধান কৌঁসুলি ইরফান ফিদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে এ সপ্তাহে তুরস্ক যান আল-মজেব। তবে ফিদানের সঙ্গে তার বৈঠকে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত আসেনি বলেও বিবৃতিতে জানানো হয়।
×