ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অধ্যাদেশ জারি

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধন

প্রকাশিত: ০৭:৩৯, ১ নভেম্বর ২০১৮

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধন

স্টাফ রিপোর্টার ॥ একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হলো। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদ অধিবেশন না বসায় বুধবার রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইনের অধ্যাদেশ জারি হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বুধবার রাতে এ তথ্য জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হবে। জাতীয় সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে এই সংশোধনী আনা হলো। এতে সংসদ নির্বাচনে ব্যালট পেপারের পাশাপাশি ইভিএম ব্যবহারের আর কোন বাধা থাকল না। ইসি জানায়, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। আরপিও সংশোধনী অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত খেলাপী ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এতদিন মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে প্রার্থীদের খেলাপী ঋণ পরিশোধ করতে হতো। এছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে। সংশোধিত আরপিওতে ইভিএমের অপব্যবহার করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদÐের বিধান রাখা হয়েছে।
×