ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

বাপ্পী-সুস্মির ‘আসমানী’

প্রকাশিত: ০৬:৫২, ১ নভেম্বর ২০১৮

বাপ্পী-সুস্মির ‘আসমানী’

ঢাকাই সিনেমার নায়ক বাপ্পী চৌধুরী এবং গ্রামীণফোনের মডেল হিসেবে পরিচিতি পাওয়া সুস্মি রহমান অভিনীত প্রথম সিনেমা নিয়ে দশর্কদের সামনে হাজির হচ্ছেন। ছবির নাম ‘আসমানী’। ছবিটি আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছে এম সাখাওয়াত হোসেন। এ ছবিতে সুস্মি চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন। গত ১৯ অক্টোবর বাপ্পী অভিনীত ‘নায়ক’ সিনেমা মুক্তি পেয়েছে। তাই প্রথমে প্রশ্ন রাখি বাপ্পীর কাছে, ‘নায়ক’ সিনেমায় কেমন রেসপন্স পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, মাশাআল্লাহ অনেক ভাল রেসপন্স পাচ্ছি। অনেকদিন পর একটি সিনেমা প্রশংসিত হয়েছে। যখন দর্শক কান্না করে হল থেকে বের হয় তখন আমাকে দেখে চিৎকার করে বুকে জড়িয়ে নিতে চেয়েছে। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। ‘আসমানী’ ছবিতে আপনার চরিত্র? ‘আসমান চরিত্রে আমাকে দেখা যাবে। আসমান ঢাকায় আসে একটি নারীর খোঁজে। রিক্সা থেকে শুরু করে সিএনজি অটোরিক্সাচালক হিসেবে দেখতে পাবে তাকে। কাউকে খোঁজার জন্য রিক্সা সিএনজি বেঁছে নিতে হয়েছে। অনেকের সঙ্গে গল্পটা মিলে যাবে। গল্পের ভেতর দর্শক নিজেকে খুঁজে পাবে’। বাপ্পী চৌধুরীর ‘আসমানী’ ছবি’তে বিশেষত্ব কি থাকছে, যা দর্শককে মোহিত করবে? বাপ্পী চৌধুরীকে কখানও ভাল চরিত্রে দেখা যায়নি। এ ছবিতে দেখতে পাবে। দর্শক গ্রহণযোগ্যতা নিয়ে কতটা আশাবাদী? শতভাগ আশাবাদী। কারণ বিখ্যাত একজন কবির রচনার ছায়া অবলম্বনে কাজটি হয়েছে। আর নির্মাতা, শিল্পী আর কলাকুশলীরা ভালো করার চেষ্টা করেছেন। সিনেমার নায়িকা সুস্মির কাছে জানতে চাওয়া হয় ‘আসমানী’ ছবির মাধ্যমে সিনেমার পর্দায় অভিষেক হতে যাচ্ছে কেমন লাগছে? সুস্মি বলেন, খুব ভাল লাগছে। আমরা পল্লীকবি জসীম উদ্দীনের ‘আসমানী’ জানি। সেই জায়গা থেকে আমার জন্য এটি বড় একটি প্রাপ্তি যে, এই নামটার সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। আমাদের গল্পটা সুন্দর। গুণী অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরেছি। বাপ্পী চৌধুরী এ সময়ের প্রতিষ্ঠিত একজন নায়ক। তার সঙ্গে কাজ করতে পেরেছি ভাল লাগছে। প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে ভয় কাজ করছে কি? হ্যাঁ যেহেতু প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে কিঞ্চিৎ ভয় কাজ করছে। সময় যত ঘনিয়ে আসছে ভয়ের পরিমাণ ততই বাড়ছে। ছবিতে আপনার চরিত্রটি যেভাবে ব্যাখ্যা করবেন? ‘আসমানী’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছি। এছাড়াও আরও কিছু নাম রয়েছে এ ছবিতে। পুষ্প, আসমানী, চাঁদমুখীসহ মোট চারটি চরিত্রে দেখা যাবে। ছবির শুরুতেই পুষ্পরূপে দেখতে পাবে। এরপর অনন্য নামে পাবে। এর বেশি ব্যাখ্যা দিতে চাই না বাকিটা দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চাই। ব্যাখ্যাটা জানার জন্য হলে এসে ছবিটি দেখতে হবে। - বললেন সুস্মি রহমান। পতিতা চরিত্রে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ছিল? পতিতা চরিত্রে কাজ করা অনেক চ্যালেঞ্জিং ছিল। ‘আসমানী’ ছবি করাই চ্যালেঞ্জিং ছিল। ছবির জন্য আমাকে কখানও ওজন বাড়াতে হয়েছে, আবার কখানও কমাতে হয়েছে। এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তাছাড়া বড় পর্দায় প্রথম কাজ করা এটিও একটি চ্যালেঞ্জ। প্রথম ছবিতেই গুণী শিল্পীদের সঙ্গে কাজ করা। সবকিছুই আমার জন্য চ্যালেঞ্জ ছিল। অভিনয় করতে গিয়ে কখনও মনে হয়েছে যে, বাপ্পীকে বাস্তবিকই ভালবেসে ফেলেছেন? না এ রকম কিছু মনে হয়নি। আসলে আমরা যখন একটি কাজ করি তখন কাজটিকে ভালবেসেই করি। মিডিয়ায় যারা কাজ করে প্রত্যেকেই কাজটাকেই ভালবাসে। এর বাইরে অন্য কাউকে ভালবাসে না। ছবিটি নিয়ে প্রত্যাশা? প্রত্যাশা অনেক ভাল। আমি অনেক আশাবাদী ছবিটি নিয়ে। ‘আসমানী’ নিয়ে সবাই ভালই রেসপন্স দিচ্ছে। যারা গল্প প্রধান চলচ্চিত্র পছন্দ করেন, ভাল অভিনয় দেখতে চান, নির্মাণের মুন্সিয়ানা দেখতে চান তাদের জন্য ভাল একটি ছবি হবে এটি। খুব যতœসহকারে নির্মাতা ছবিটি তৈরি করেছেন। আমি মনে করি সবাই ছবিটি পছন্দ করবে। ছবিটি নিয়ে দর্শকদের উদ্দেশ্য কি বলতে চান? আমরা সবাই ছোটবেলা এই কবিতাটি পড়েছি যে, আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আমাদের ‘আসমানী’ দেখতে রসুলপুরে যেতে হবে না। আপনার পাশের প্রেক্ষাগৃহে গিয়েই ‘আসমানী’ ছবিটি দেখতে পাবেন।
×