ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৪ বছর বয়সে ৫৫৬ রানের ইনিংস

প্রকাশিত: ০৬:৪০, ১ নভেম্বর ২০১৮

১৪ বছর বয়সে ৫৫৬ রানের ইনিংস

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৪ বছর বয়সে ৫৫৬ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় কিশোর প্রিয়াংশু মালিয়া। শ্রী ডিকে গায়কোয়াড় অনুর্ধ-১৪ টুর্নামেন্টে যোগী ক্রিকেট একাডেমির বিপক্ষে মহিন্দর অমরনাথ ক্রিকেট একাডেমির পক্ষে এমন অনবদ্য ইনিংস খেলেছে প্রিয়াংশু। ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ৫২ রানে অলআউট করার পর প্রথমদিনে শুরু হয় তার জাদুকরী ব্যাটিং। ৩১৯ বলে ৯৮ চার ও ১ ছয়ে ৫৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিল সে। তাতে তার দল করে ৪ উইকেটে ৮২৬ রান। দ্বিতীয় ইনিংসেও বল হাতে ২ উইকেট নেয় প্রিয়াংশু। ৮৪ রানে অলআউট হয় যোগী একাডেমি। ইনিংস ও ৬৮৯ রানে জয় পায় তার দল। গত বছর একই টুর্নামেন্টে ২৫৪ রান করে প্রিয়াংশু। এবার নিজের পারফর্মেন্সকে ছাড়িয়ে গেল সে। প্রিয়াংশুর দীক্ষা গুরু ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মহিন্দর অমরনাথ। ১৯৮৩ সালের বিশ্বকাপ শিরোপা জেতা সাবেক ব্যাটসম্যানেরই প্রতিষ্ঠিত এ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে এই কিশোর। বাংলাদেশের সাবেক কোচ ও প্রিয়াংশুর কোচ অমরনাথ বলেন, ‘প্রথমবার দেখেই বুঝেছি ও বিশেষ কিছু। দারুণ প্রতিভা এবং আরও বিকশিত হবে। ওর আন্তরিকতা ও একাগ্রতা আমার খুব ভাল লাগে।’
×