ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস

প্রকাশিত: ০৬:৪০, ১ নভেম্বর ২০১৮

বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বাছাইপর্বের খেলা আগামী ৩-৪ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোয়ালিফাইং রাউন্ড থেকে ৬ খেলোয়াড় মূলপর্বে উন্নীত হবে। মূলপর্বের খেলা ৬-১১ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত মোট ৪টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। খেলোয়াড়দের র‌্যাঙ্কিং অনুযায়ী বালক বিভাগে ভারতের আরিয়ান জাভেরি টপ সিড ও চীনের ওয়েনমাও লি দ্বিতীয় সিড এবং বালিকা বিভাগে যুক্তরাষ্ট্রের আনায়া কথাকোটা টপ সিড ও ভারতের দ্বীপশিখা শ্রীরাম দ্বিতীয় সিড খেলোয়াড়। এটি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুর্ধ-১৮ বছর গ্রুপের ওয়ার্ল্ড জুনিয়র র‌্যাঙ্কিং গ্রুপ-৫ এর একটি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের ৫৩ বালক এবং ৩৮ বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করবে।
×