ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যারিস মাস্টার্স

জোকোভিচের জয়, ফিরলেন ফেদেরার

প্রকাশিত: ০৬:৩৯, ১ নভেম্বর ২০১৮

জোকোভিচের জয়, ফিরলেন ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ প্যারিস মাস্টার্সে জয়ের দেখা পেয়েছেন নোভাক জেকোভিচ। মঙ্গলবার সার্বিয়ার এই টেনিস তারকা রাউন্ড অব ৩২-এ ৭-৫ এবং ৬-১ গেমে পরাজিত করেন জোয়াও সৌসাকে। সেই সঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফেরার সম্ভাবনাটাকে আরও উজ্জ্বল করেছেন তিনি। প্যারিস মাস্টার্সের চারবারের চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে ভাল করতে পারলেই রাফায়েল নাদালকে টপকে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারবেন। শেষ ষোলোতে জোকোভিচের সামনে বাধা এখন বসনিয়ার অখ্যাত খেলোয়াড় দামির দুমুর। রাউন্ড অব ৩২-এর ম্যাচে দুমুর ৬-৩ এবং ৬-৩ গেমে হারান স্টেফানোস টিটসিপাসকে। এদিকে প্যারিসের মাস্টার্সের এই টুর্নামেন্টে খেলছেন রজার ফেদেরার। প্রথম রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি কানাডার মিলোস রাওনিকের বিপক্ষে কোর্টে নামেন। এই ইভেন্টে সর্বশেষ ২০১৫ সালে অংশ নিয়েছিলেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। দীর্ঘ তিন বছর পর আবারও ফ্রান্সের রাজধানীর এই টুর্নামেন্টে খেলায় সম্মত হন। প্যারিস মাস্টার্সে সর্বশেষ ফেদেরার চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১১ সালে। অর্থাৎ অর্ধযুগেরও বেশি সময় ধরে প্যারিস মাস্টার্সের শিরোপা জিততে পারেননি তিনি। এবার কী পারবেন ফেড এক্সপ্রেস? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। লন্ডনে অনুষ্ঠিত হবে মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালস। ফেদেরার সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি হিসেবে এখানে খেলার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি অনুশীলন করার চেয়ে ম্যাচ খেলাটা ভাল। এখানে খেলতে পেরে আমি খুব খুশি। আমি মনে করি, গত সপ্তাহের চেয়ে এখন নিজের অবস্থার আরও উন্নতি হয়েছে। যে কারণেই খেলার সিদ্ধান্ত নিয়েছি। এই টুর্নামেন্টে খেলতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত।’ গত রবিবার নিজের দেশ সুইস ইনডোরস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন ফেদেরার। সেই সঙ্গে ক্যারিয়ারের ৯৯তম শিরোপাও উঁচিয়ে ধরেছিলেন তিনি। তার সামনে এখন শততম শিরোপা জয়ের হাতছানি। সে জন্য নবেম্বরেই দুটি টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান।
×