ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফয়সালার লড়াই

প্রকাশিত: ০৬:৩৮, ১ নভেম্বর ২০১৮

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফয়সালার লড়াই

শাকিল আহমেদ মিরাজ ॥ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে সিরিজ ফয়সালার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভারত তো বটেই বিশ্বের অন্য কোন দেশের ক্রিকেটপ্রেমীও হয়তো এটা ভাবেননি। টেস্টে ২-০তে ‘হোয়াইটওয়াশ’ ক্যারিবীয়রা আসলে রঙিন পোশাকে সেটিই করেছে। প্রথম ওয়ানডতে ৩২২ রান করে হারার পর দ্বিতীয়টি টাই করে ৩২১ রান করে। ৪৩ রানের জয়ে তৃতীয় ম্যাচে তো স্বাগতিকদের উড়িয়েই দেয় জেসন হোল্ডারের দল। তবে চতুর্থ ম্যাচে ২২৪ রানের লজ্জার হারে পিছিয়ে পড়ে ২-১এ। সমতায় সিরিজ শেষ করতে মারিয়া ক্যারিবীয়রা আজ শেষ ম্যাচে জিততে চায়। অন্যদিকে বিরাট কোহলির ভারতও চায় আগের ম্যাচের দাপট অব্যাহত রেখে শেষ হাসি হাসতে। নতুন ভেন্যু থিরুভানাথাপুরামে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এ ম্যাচ দিয়ে কেরালার থিরুভানাথাপুরামে অবস্থিত গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ওয়ানডে অভিষেক হচ্ছে। এর আগে এখানে মাত্র একটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেটি ২০১৭ সালের নবেম্বরে। মুম্বাইয়ে আগের ম্যাচ দারুণ এক সেঞ্চুরি হাঁকানো ভারত টপঅর্ডার ব্যাটসম্যান আমবাতি রাইডু বলেন, ‘সিরিজ জিততে হলে আমাদের সামনে সহজ সমীকরণ। পঞ্চম ওয়ানডেটা জিততে হবে। থিরুভানাথাপুরামে তাই জয়ের লক্ষ্য নিয়ে আমরা খেলতে নামব। তবে সর্তকতার সঙ্গে খেলতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ ভাল দল। তাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। এই সিরিজে সেটি তারা দেখিয়েছে। তাই আমাদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভাল করতে হবে। যেমনটা চতুর্থ ম্যাচে বোলাররা করেছে। পাশাপাশি ফিল্ডিংও ছিল দুর্দান্ত। শেষ ম্যাচ জয়ের জন্য মুখিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসী নতুন ভেন্যুতে পঞ্চম ম্যাচ ও সিরিজ জয়ের ব্যাপারে।’ অন্যদিকে পিছিয়ে থাকায় সিরিজ জয়ের কোন সুযোগই নেই ওয়েস্ট ইন্ডিজের। তবে সিরিজ হারের স্বাদ এড়ানো সুযোগ সফরকারীদের। তাই এই সুযোগটি কাজে লাগাতে চাইছে ক্যারিবীয়রা। এমনটাই বলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইরেন পাওয়েল, ‘আমরা ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত ভাল খেলেছি। একটি টাই ও একটি জয় পেয়েছি। যা আমাদের উৎসাহ যোগাচ্ছে। আবারও নিজেদের প্রমাণের ভাল একটি সুযোগ রয়েছে। সিরিজ হার এড়ানোর জন্য আমাদের শেষ ম্যাচটি জিততে হবে। সব ম্যাচেই জয়ের লক্ষ্য থাকে। তবে এবারের ম্যাচটিতে ভিন্ন আমেজ। কারণ এ ম্যাচ জিততে পারলেই আমরা সিরিজ হার এড়াতে পারব। তাই ড্র’তে সিরিজ শেষ চাই।’ একচেটিয়া পারফরর্মেন্সে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছিল ভারত। সুপার কোহলিবাহিনী ওয়ানডে সিরিজও শুরু করেছিল দাপটের সঙ্গে নিজেদের স্টাইলে। রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটে প্রথম ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের দৃঢ়তার সামনে পেরে ওঠেনি ভারত। ৩২২ রানের টার্গেট পেয়ে দ্বিতীয় ওয়ানডে ‘টাই’ করে ক্যারিবীয়রা। দ্বিতীয় ওয়ানডে টাই করে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। তাই তৃতীয় ওয়ানডে জিততে মোটেও বেগ পেতে হয়নি ক্যারিবীয়দের। ফলে পাঁচ ম্যাচের সিরিজে সমতা আনতে পারে সফরকারীরা। তবে চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে লড়াই করার সুযোগই দেয়নি ভারত। সিরিজে রোহিতের দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে আম্বাতি রাইডুর সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ৩৭৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। বিশাল রানের চাপে পড়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাই ১৫৩ রানেই নিজেদের ইনিংস গুটিয়ে নেয় তারা। এতে ২২৪ রানের বিশাল জয়ে সিরিজে ২-১ ব্যবধানে লিড নেয় ভারত। তাই সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচটি দু’দলের কাছেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিরিজ নিজেদের করে নিতে নতুন ভেন্যুতে জয় ছাড়া অন্য কোন উপায় নেই স্বাগতিক ভারতের। আর হেরে গেলেও সিরিজ হারবে না তারা। তখন ড্র’তে সিরিজ শেষ করবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়ানডে অভিষেকের ভেন্যুতে ম্যাচ ও সিরিজ জয় ছাড়া আর কিছুই ভাবছে না ভারত।
×