ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লা লিগায় আর্জেন্টাইন অধিনায়কের নামে ব্যক্তিগত পুরস্কারের ট্রফি চালুর ইঙ্গিত

আমি আর মেসিই সেরা ॥ রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৩৫, ১ নভেম্বর ২০১৮

আমি আর মেসিই সেরা ॥ রোনাল্ডো

জাহিদুল আলম জয় ॥ গত প্রায় এক যুগ ধরে বিশ্ব ফুটবলে সেরা দুই তারকার নাম লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এদের ধারে কাছে এই সময়ে কেউ আসতে পারেননি। জুভেন্টাসে পাড়ি জমানোর পর সি আর সেভেন জানিয়েছেন, এখনও তারা দু’জনই সেরা। রিয়াল মাদ্রিদে থাকতে মেসির সঙ্গে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা হতো রোনাল্ডোর। রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার পর সেই আগুনে দ্বৈরথ কী শেষ হয়ে গেছে? অনেকেই হ্যাঁ বললেও তাদের কথা মানতে নারাজ পর্তুগীজ তারকা। বরং মেসিকে নিজের পাশে রেখেই ঘোষণা করেছেন, বাকিরা তাদের চেয়ে অনেক পিছিয়ে। এক সাক্ষাতকারে এমনই বলেছেন রোনাল্ডো। সেখানে তিনি ২০১৮ ব্যালন ডি’অর জয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ সালাহ, লুকা মডরিচ, এ্যান্টোনিও গ্রিজম্যান, রাফায়েল ভারানে আর কিলিয়ান এমবাপের কথা বলেছেন। তবে এসব তারকা খেলোয়াড় কিংবা এখনকার কেউ টানা ১০ বছরের বেশি সময় শীর্ষ পর্যায়ের ফুটবলে শীর্ষস্থান ধরে রাখার মতো নয় বলেও মনে করেন জুভেন্টাস তারকা। ক’জন খেলোয়াড় ১০ বছরের বেশি সময় শীর্ষ পর্যায়ের ফুটবলে নিজেদের মান ধরে রাখতে সক্ষম? এ প্রশ্নের জবাব দিয়ে সি আর সেভেন বলেন, আপনি তা হাতে গুনেই বলে দিতে পারবেন। দু’জন, মেসি এবং আমি। অবশ্য এবারের ব্যালন ডি’অর জয়ী তালিকায় মেসির সম্ভাবনা দেখছেন না রোনাল্ডো। নিজের পাশাপাশি সম্ভাব্য পাঁচজন বিজয়ীর নাম বলেছেন, যাদের মধ্যে নেই মেসি। ২০০৭ সালে কাকার পর রোনাল্ডো ও মেসির বাইরে ব্যালন ডি’অর জিততে পারেননি আর কেউ। পাঁচবার করে এই পুরস্কার জিতেছেন তারা দু’জনেই। এবার দু’জনের সম্ভাবনা অনেকটা কম। এ বিষয়ে রোনাল্ডো বলেন, অবশ্যই আমি জিততে চাই। যদি অন্য কথা বলি, তাহলে আপনাকে মিথ্যা বলা হবে। তিনি আরও বলেন, আমি জানি না, মেসি বিজয়ীর মঞ্চে উঠবে কি না। অন্যদের কথা বললে সালাহ, মডরিচ, গ্রিজম্যান, ভারানে, এমবাপে আছে। ফ্রান্সের কারও সম্ভাবনা আছে। কারণ তারা বিশ্বকাপ জিতেছে। এদিকে স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির নামে ব্যক্তিগত পুরস্কারের ট্রফি চালুর কথা ভাবছেন লীগটির সভাপতি জ্যাভিয়ের টেবাস। টেলমো জারা, রাফায়েল ‘পিচিচি’ মোরেনো আর রিকার্ডো জামোরা। স্প্যানিশ ফুটবলের তিন কিংবদন্তি। তাদের নামে বেশ আগেই ব্যক্তিগত পুরস্কার চালু করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তাহলে মেসির নামেও কেন নয়? এ কারণেই ‘লিওনেল মেসি ট্রফি’ নামে একটি ব্যক্তিগত পুরস্কার চালুর কথা ভাবা হচ্ছে। মেসির নামে লা লিগা কর্তৃপক্ষ পুরস্কারের নামকরণ করতে পারে কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। বিষয়টা তিনি আর্জেন্টাইন তারকার ওপর ছেড়ে দিয়েছেন। প্রতি মৌসুমের সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার চালু করে তা মেসির নামে রাখা হলে দারুণ হবে বলে জানিয়েছেন টেবাস। এ বিষয়ে বার্সা কোচ বলেন, আমি জানি না। আপনাদের মেসিকে জিজ্ঞাসা করা উচিত। কারণ তারা তার নাম ব্যবহার করবে। আমি জানি না, কি বলা দরকার। হয়তো এটা দারুণ পরিকল্পনা। তবে তা নির্ভর করে মেসি কি ভাবছে তার ওপর। আমি জানি না, এটা ভাল না খারাপ।
×