ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুবিতে রোহিঙ্গা বিষয়ে সেমিনার

প্রকাশিত: ০৬:০৫, ১ নভেম্বর ২০১৮

খুবিতে রোহিঙ্গা বিষয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের উদ্যোগে ‘রোহিঙ্গা : পরিচয়-বিতর্ক, অভিবাসন, প্রত্যাবাসন ও ভূরাজনীতি’ শীর্ষক এক সেমিনার বুধবার কবি জীবনানন্দ দাশ শিক্ষা ভবনের মাল্টিপারপাস কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও জন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ড. মেসবাহ কামাল। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমকালীন বিশ্বে সবচেয়ে আলোচিত, বৃহত্তম, কঠিন ও জটিল সমস্যা। এটি মিয়ানমার সরকার, সেনাবাহিনী ও উগ্রবাদী বৌদ্ধদের সুপরিকল্পিত নীলনক্সা যার সঙ্গে বাংলাদেশের একাত্তর সালের গণহত্যাসহ অনেক কিছুর মিল রয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম। ইয়াবাসহ দম্পতি গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পুলিশ ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি দম্পতিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বুধবার ভোর ৫টায় সদর উপজেলার মোহনপুর ব্রিজের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হানিফ পরিবহনের যাত্রী আব্দুল গণি ও তার স্ত্রী রাহেলা ইতিকে ৫ হাজার ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি দম্পতিকে গ্রেফতার করা হয়। আব্দুল গণি চট্টগ্রাম জেলার সদরঘাট থানার উত্তর মেলাপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
×