ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃত্রিম পা পেল জন্মগত ‘পা’হীনা শিক্ষার্থী আছমা

প্রকাশিত: ০৬:০৩, ১ নভেম্বর ২০১৮

কৃত্রিম পা পেল জন্মগত ‘পা’হীনা শিক্ষার্থী আছমা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩১ অক্টোবর ॥ রূপগঞ্জের জাঙ্গীর এলাকার জন্মগত এক পা-হীনা দিনমজুর জাফর আলীর মেয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছমা আক্তারকে কৃত্রিম পা দান করলেন কলামিস্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। এতে শিক্ষার্থী আছমার মুখে হাসি ফুটেছে । স্বপ্ন পূরণ হয়েছে দরিদ্র অভিভাবক আছমার মা আছিয়া বেগমের। কারণ, আর সব স্বাভাবিকের সঙ্গে তাল মিলিয়ে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে আছমা। সে বড় হয়ে চিকিৎসক হবে, দু’চোখে স্বপ্ন তার। আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মনিরুল হক ভুইয়া জানান, তার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছমা। প্রতিদিনের ন্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে দেড় কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যাতায়াতের দৃশ্য চোখে পড়ে একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিরা তাসফি প্রভার পিতা মাহবুব আলম প্রিয়র। তিনি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পায়ে তার হাঁটার দৃশ্য প্রচার করেন। এতে নজর কাড়ে রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের। তিনি তাৎক্ষণিক আছমাকে কৃত্রিম পায়ের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন। এতে সাড়া পান তিনি। মাহবুব আলম প্রিয় বলেন, আছমা দরিদ্র ঘরের সন্তান। তার দিনমজুর বাবা কোনমতেই পারতেন না প্রায় লাখ টাকা দিয়ে একটি কৃত্রিম পা স্থাপন করতে। প্রথমে আমার আইডিতে ফেসবুকের পোস্ট দেখে রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম তার পা স্থাপনের ব্যবস্থা করেন। গত মঙ্গলবার সকালে আছমাকে কৃত্রিম পা স্থাপনের জন্য রাজধানীর ইন্দোলাইট নামক একটি প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখান থেকে পা কিনে তাৎক্ষণিক পা স্থাপন করে নিজেই প্রশিক্ষণ দেন।
×