ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোচিং শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ০৬:০৩, ১ নভেম্বর ২০১৮

কোচিং শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩১ অক্টোবর ॥ মাদারীপুর শহরের কলেজ রোডে এক কলেজছাত্রীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রফিকুল ইসলাম নামে এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে। মাদারীপুর সদর থানা পুলিশ মঙ্গলবার রাতে নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ঐ শিক্ষক। জানা গেছে, মাদারীপুর শহরের কলেজ রোডের মজিবুর খানের বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কোচিং করাতেন রফিকুল ইসলাম নামে এক শিক্ষক। সরকারী নাজিমউদ্দিন কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী ওই শিক্ষকের কাছে কোচিং করত। এই সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে তার পরিচয় ঘটে। রবিবার ওই ছাত্রীকে কোচিং শিক্ষক রফিকুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে তার কোচিং সেন্টারের একটি রুমে ডেকে নেয়। পরে তাকে আটকে রেখে টানা তিনদিন ধর্ষণ করে। মঙ্গলবার রাতে নির্যাতিত ছাত্রীর চিৎকার চেঁচামেচি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় পালিয়ে যায় কোচিং শিক্ষক। রফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের মজিবর বেপারির ছেলে। এ ব্যাপারে নির্যাতিত কলেজছাত্রী বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। নির্যাতিত কলেজছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, রফিক আমাকে বিয়ে করার কথা বলে ডেকে এনে তিনদিন ধরে আমার সঙ্গে খারাপ কাজ করেছে। কোচিংয়ের সময় আমাকে একটি রুমের মধ্যে হাত-পা বেঁধে আটকে রাখত। কারও সঙ্গে কথাও বলতে দিত না। আমার মোবাইল ফোনও কেড়ে নিয়েছে। আমি লম্পট শিক্ষক রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
×