ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে রমিজ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:০২, ১ নভেম্বর ২০১৮

সুনামগঞ্জে রমিজ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৩১ অক্টোবর ॥ ছাতকের কৃষক রমিজ হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বুধবার সকালে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। দ-প্রাপ্তরা হলো ছাতক উপজেলার জহিরপুর গ্রামের কানন মিয়া ও সাদীপুর গ্রামের আব্দুল আজিজ। আদালত দ-প্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদ- দেয়। উল্লেখ্য, ২০০০ সালের মে মাসে পারিবারি বিরোধের জেরে নিহত রমিজ মিয়া ছেলে ও আসামি আব্দুল আজিজ কথা কাটাকাটি করে হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় রমিজ আলী এগিয়ে আসলে তাকে আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে আব্দুল আজিজ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×