ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাত জঙ্গী গ্রেফতার ॥ অস্ত্র ও জঙ্গীবাদী বই উদ্ধার

প্রকাশিত: ০৬:০১, ১ নভেম্বর ২০১৮

সাত জঙ্গী গ্রেফতার ॥ অস্ত্র ও জঙ্গীবাদী বই উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩১ অক্টোবর ॥ মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন মুসরত মদাতী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং বিপুল পরিমাণ জঙ্গীবাদী বই ও লিফলেটসহ আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচজন এবং জেএমবি’র দু’জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর অফিসের একটি দল। গ্রেফতারকৃতরা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ হাসান আলী লাল (৩৮), কেন্দ্রীয় শূরা সদস্য মোঃ আসমত আলী লাল্টু (২৭), সামরিক শাখার সক্রিয় সদস্য মোঃ শাফিউল ইসলাম সাদ্দাম (২৪), মোঃ আবু নাঈম মিস্টার (১৯) এবং মোঃ আলী হোসেন (২৫)। এরা সবাই লালমনিরহাটের কালীগঞ্জ থানার বাসিন্দা। এ উপলক্ষে রংপুর র‌্যাব কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের ভোটমারী টু কাগজীপাড়াগামী কাঁচারাস্তার উত্তর পার্শ্বে মুসরত মদাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দুয়ারী হাফ ওয়াল দ্বারা ঘেরা দোচালা টিনের ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে র‌্যাব ১৩-এর সদস্যরা। এ সময় দুটি বিদেশী পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির উপকরণ, বিপুল পরিমাণ জঙ্গীবাদী বই ও লিফলেটসহ আনসারউল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গীরা জানায়, তারা প্রায় দুই বছর যাবত গোপনে এবিটি’র সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করছিল। অপর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন রসুলগঞ্জ সাহেবডাঙ্গা গ্রামের পাটগ্রাম টু বুড়িমারীগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ তমিজুল ইসলামকে (৩৯) গ্রেফতার করে এবং জঙ্গীবাদী বই উদ্ধার করে। একই সূত্র ধরে ওইদিন সন্ধ্যায় অপর একটি দল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন করতলী গ্রামে করতলী রেলগেট পাটগ্রাম টু বুড়িমারীগামী পাকা রাস্তার পশ্চিম-দক্ষিণ পার্শ্বে অভিযান পরিচালনা করে জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ সুন্নাহ ইসলাম সুন্নাকে (২১) গ্রেফতার করে এবং জঙ্গিবাদী বই উদ্ধার করে।
×