ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৯, ১ নভেম্বর ২০১৮

অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারে জরিমানা

বিএসটিআই, ঢাকার উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেনু দাশের নেতৃত্বে এবং এপিবিএন-১২ এর সহযোগিতায় রাজধানীর কোতোয়ালি এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ইউসুফ কনফেকশনারি, ২০/১ কোর্ট হাউস স্ট্রিট, ঢাকা নামীয় প্রতিষ্ঠান বিএসটিআই’র অনুমোদনবিহীন বিস্কুট, স্পঞ্জ কেক ও নিমকি পণ্যে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। -বিজ্ঞপ্তি ‘প্রতিবন্ধী কোটা বাতিল করার অবকাশ নেই’ সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার মৌলিক মানবাধিকার। বর্তমান সরকার সেই বিবেচনা থেকেই ২০১৩ সালে প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার আইন প্রণয়ন করেছে। এ আইনেই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের সুযোগ রাখা ও কোটা সংরক্ষণের কথা বলা আছে। এই আইনের ফলে সরকারী কোন প্রতিষ্ঠানই কোটা নাকচ করতে পারে না। আর এ কারণেই সরকারী চাকরিতে প্রতিবন্ধী কোটা বাতিল করার কোন অবকাশ নেই। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্যপরিষদ আয়োজিত গোল টেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি একথা বলেন।-বিজ্ঞপ্তি
×