ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাউথইস্ট ভার্সিটিতে আইকিউএসি প্রজেক্টের সমাপনী কর্মশালা

প্রকাশিত: ০৫:৫৭, ১ নভেম্বর ২০১৮

সাউথইস্ট ভার্সিটিতে আইকিউএসি প্রজেক্টের সমাপনী কর্মশালা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) প্রজেক্টের সমাপনী কর্মশালা বুধবার বিশ্ববিদ্যালয়ের বনানীর মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। এছাড়া বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সেল্ফ-এসেসমেন্ট কমিটির প্রধানগণ তাদের বিভাগের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। -বিজ্ঞপ্তি
×