ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে একলাখ দু’হাজার মোবাইল ফোন গুঁড়া করা হলো

প্রকাশিত: ০৫:৫৭, ১ নভেম্বর ২০১৮

শাহজালালে একলাখ দু’হাজার মোবাইল ফোন গুঁড়া করা হলো

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে সেই একলাখ মোবাইল ফোন সেট ধ্বংস করেছে ঢাকা কাস্টম হাউস। এবার ফুটো না করে বুলডোজার দিয়ে সব সেট গুঁড়ো করে ফেলা হয়েছে। ধবংসপ্রাপ্ত মোবাইল ফোন সেটের সংখ্যা একলাখ দুই হাজার ১৭টি। এসব ফোন বিভিন্ন সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল। জানা গেছে, ঢাকা কাস্টম হাউসের তত্ত্বাবধানে পরিবেশ অধিদফতর, বিটিআরসি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), ডিজিএফআই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর্মড পুলিশের প্রতিনিধিদের উপস্থিতিতে মঙ্গলবার এসব ফোন ধ্বংস করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী এ কার্যক্রম চলে। আটক মোবাইলফোন ধ্বংস করার পর বর্জ্য ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। পাঁচটি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। মূল্যায়ন কমিটির সুপারিশে ‘খোরশেদ মেটাল’ নামক প্রতিষ্ঠান মনোনীত হয়। ধ্বংস করা ফোনগুলোর মধ্যে ছয় হাজার ৯১৮ পিস স্মার্টফোন ও ট্যাব এবং বাকিগুলো ফিচার ফোন ছিল। ফোন বিনষ্টকরণ কমিটির প্রধান ঢাকা কাস্টম হাউসের এডিশনাল কমিশনার মোঃ তাসনিমুর রহমান জানান, ধ্বংস করা মোবাইলফোনের আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা। উল্লেখ্য, গত মাসে টেন্ডারের মাধ্যমে একলাখ ফোন সেট ফুটো করার কার্যাদেশ দেয়া হয় গ্রীন বাংলা নামের একটি প্রতিষ্ঠানকে। পরে মাত্র এক হাজার ফোন সেট ফুটো করেই বাকিগুলো অক্ষত রেখে তড়িঘড়ি ট্রাকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত এপিবিএন সদস্যরা বাধা প্রদান করে। এত সেট বুলডোজার দিয়ে ধ্বংস না করে কেন ফুটো করার সিদ্ধান্ত নিয়েছিল কাষ্টমস, এ নিয়ে প্রশ্ন ওঠে। এতে বেকায়দায় পড়ে গ্রীন বাংলা।
×