ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হুমকি দেয়ার দু’দিনের মাথায় ব্লগার নিখোঁজ

প্রকাশিত: ০৫:৫৬, ১ নভেম্বর ২০১৮

হুমকি দেয়ার দু’দিনের মাথায় ব্লগার নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ হুমকি দেয়ার দুই দিনের মাথায় নিখোঁজ হয়ে গেছে হুমায়ুন কবীর নামের এক লেখক ও ব্লগার। রাজধানীর সদরঘাটে একটি লঞ্চ থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পরও খোঁজ মিলছে না তার। তাকে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। ব্লগার হুমায়ূন ‘জুলভার্ন’ নামে বিভিন্ন ব্লগে লেখালেখি করতেন। গত শনিবার সন্ধ্যায় সদরঘাট থেকে পিরোজপুরগামী একটি লঞ্চে উঠেছিলেন হুমায়ূন কবির। এরপর থেকে তার সঙ্গে কোন যোগাযোগ করতে পারেনি পরিবার। জুলভার্নের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (নম্বর-১৯৮২)। জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সুধাংশু সরকার বলেন, বুধবার দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি, তদন্ত চলছে। হুমায়ূনের মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হয়েছে। তদন্তের পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে হুমায়ূন কবিরের স্ত্রী মৌসুমি কবির বলেন, জমিজমা নিয়ে চলা একটি মামলায় হাজিরা দিতে পিরোজপুর যাচ্ছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় লঞ্চটি ছাড়ার কথা ছিল। লঞ্চ ছেড়েছে কিনা জানার জন্য তাকে কল দিলে ফোন বন্ধ পাই। এরপর যতবারই চেষ্টা করেছি ফোন বন্ধ পেয়েছি। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হবার দু’দিন আগে তাকে হুমকি দেয়ার অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে।
×