ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা মেডিক্যালে দুই কারাবন্দীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৬, ১ নভেম্বর ২০১৮

ঢাকা মেডিক্যালে দুই কারাবন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন মোঃ ফজলুল হক (৮০) ও শ্রী সুবল চন্দ্র বর্মণ (৬০)। অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মঙ্গলবার ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কারারক্ষী মোঃ হানিফ জানান, ফজলুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়লে সকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে ঢামেকে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের মৃত কবির উদ্দিন হাওলাদারের ছেলে ফজলুল হক। ময়নাতদন্ত শেষে ফজলুল হকের মরদেহ সন্ধ্যায় নিয়ে যান স্বজনেরা। কারাবন্দী সুবল চন্দ্র বর্মণ রংপুর কারাগারে ছিলেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম যোগী চন্দ্র বর্মন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বুধবার সুবল চন্দ্রের ময়নাতদন্ত করা হয়। চালকের গলাকাটা লাশ ॥ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একজন সিএনজিচালিত অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাশেদ (৩০)। বুধবার দুপুরে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সবুজবাগের দক্ষিণগাঁও বেগুনবাড়ী এলাকার একটি খালি জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত ॥ রাজধানীর মিরপুরের মাজার রোডে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় শামীমা আকতার (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালে তিন কেজি সোনা উদ্ধার স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে থাকা তিন কেজি দুই শ’ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার রাতে সন্ধ্যায় এ সোনা উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা আসেন মোহাম্মদ নাসিরউদ্দিন। তাকে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে অনুসরণ করা হয়। গ্রীন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন।
×