ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৪, ১ নভেম্বর ২০১৮

ন্যাশনাল ব্যাংকের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৫ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ১৮) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ০.৯০ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৮ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.১২ টাকা বা ১৫ শতাংশ। এদিকে চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ০.৪০ টাকা। যার পরিমাণ আগের বছর একই সময়ে হয়েছিল ০.৩৯ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ৩ শতাংশ। কোম্পানিটির চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.২৭ টাকা। বন্ড ইস্যু করবে এবি ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি সম্পূর্ণ অবসায়নযোগ্য। বন্ডের নাম এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। টায়ার-২ মূলধন বৃদ্ধির জন্য এবি ব্যাংক বন্ড ইস্যু করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এবি ব্যাংক বন্ড ইস্যু করতে পারবে।
×