ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি ফিরলেন নির্বাসিত প্রিন্স

প্রকাশিত: ০৫:৫২, ১ নভেম্বর ২০১৮

সৌদি ফিরলেন নির্বাসিত প্রিন্স

সৌদি রাজপরিবারের সদস্য ও বাদশাহ সালমানের ছোট ভাই আহমেদ বিন আবদুল আজিজ (৭০) মঙ্গলবার লন্ডন থেকে রিয়াদে ফিরেছেন। ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর তিনি দেশে ফিরলেন। যদিও দেশে ফেরা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন। এদিকে খাশোগির মৃতদেহ কোথায় তা প্রকাশ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল বেচেলেত। নিউইয়র্ক টাইমস ও আল-জাজিরা। আহমেদ বিন আবদুল আজিজের দেশে যাওয়ার কথা তার ঘনিষ্ঠ তিনজন নিশ্চিত করেছেন। খাশোগির মৃত্যুর পর সৌদিদের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্যে তিনি দেশে ফিরে গেলেন। তার পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, বাদশাহ সালমানের ছোটভাই শাহজাদা আহমেদ দেশে ফিরে গেছেন। যদি তার দেশে ফেরা নিয়ে তিনি সম্প্রতি শঙ্কা প্রকাশ করেছিলেন। আহমেদের সফরসঙ্গী হিসেবে রয়েছে তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে তিনি দেশে ফেরেন। যুবরাজ বিন সালমান তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান।
×