ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য উদ্বোধন করলেন মোদি

প্রকাশিত: ০৫:৫২, ১ নভেম্বর ২০১৮

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য উদ্বোধন করলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সকালে গুজরাট রাজ্যে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটি’ উদ্বোধন করেছেন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৮২ মিটার বা ৬০০ ফুট উঁচু এ ভাস্কর্য উন্মোচন করা হয়। এতদিন চীনের স্প্রিং টেম্পল নামে একটি বুদ্ধমন্দির বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ছিল। ভাস্কর্যটি ভারতীয়দের উৎসর্গ করে দেশটির ইতিহাসে যথার্থ সম্মানের জন্য দিনটিকে উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বর্ণনা করেন মোদি। তিনি বলেন, আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে এ প্রকল্পটি গ্রহণ করা হয়। এটি নির্মাণে সমগ্র ভারতের লাখ লাখ কৃষক এগিয়ে এসেছেন। গুজরাটের নর্মদা জেলার সরদার সরোভর বাঁধের সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত সাধু দ্বীপে নির্মিত হয়েছে ভাস্কর্যটি। ভারতের স্বাধীনতা সংগ্রামে বল্লভভাই প্যাটেলের অবদানকে শ্রদ্ধা জানিয়ে ২০১৩ সালে এ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি।
×